শহর দখলমুক্ত করতে অভিযান চলবেই! সাফ কথা পুলিশ কমিশনারের

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর থেকেই কলকাতায় দখলদারি রুখতে পথে নেমেছে পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই শহরের ৪০০টি জায়গা দখলমুক্ত করা হয়েছে। আজ, বুধবার সকাল থেকেও শুরু হয়েছে বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান। শহরকে সম্পূর্ণ দখলমুক্ত করার প্রক্রিয়া আগামিদিনেও জারি থাকবে বলে সাফ জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyel)।

আজ, বুধবার আলিপুর বডিগার্ড লাইনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অভিযান সম্পর্কে পুলিশ কমিশনার বলেন, “এই হকার উচ্ছেদ অভিযান চলছে এবং চলবে। সাধারণ পথচারীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তাই শহরে বেআইনিভাবে ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশের অভিযান চলবেই।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরেই দ্বিতীয় হুগলি সেতু ট্র্যাফিক সরেজমিনে পরিদর্শনে করলেন পুলিশ কমিশনার। কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিককে নিয়ে দ্বিতীয় হুগলি সেতু জুড়ে কীভাবে ট্র্যাফিক ব্যবস্থাকে সাজানো যায় তা নিয়ে বৈঠক করেন বিনীত গোয়েলের (Vinit Goyel)। এদিন পুলিশ কমিশনার বলেন, “দেখছেন, আমরা পরিকল্পনা করার জন্যই এসেছি। আমরা দেখতেই এসেছি।’’

আরও পড়ুন: শপথ জট: রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার গেটে প্ল্যাকার্ড হাতে বসেই পড়লেন সায়ন্তিকারা!