Thursday, December 4, 2025

দখলদারদের সরে যেতে একমাস সময়, পরিস্থিতি খতিয়ে দেখতে পর্যালোচনা দল গঠন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দখলদারি বরদাস্ত নয়। তবে, এখনই উচ্ছেদ হচ্ছে না। একমাসের মধ্যে জবরদখল ছেড়ে দিতে হবে হকারদের। একই সঙ্গে হকারদের থেকে কোনও চাঁদা নিতে পারবেন না কেউ। বৃহস্পতিবার, নবান্ন সভাঘরে পুরসভার মেয়র, মেয়র পারিষদ, মন্ত্রী, উচ্চ পদস্থ সরকারি আধিকারিক ও হকারদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে, পরিস্থিতি খতিয়ে দেখতে পর্যলোচনা দল গড়ে দিলেন তিনি।সোমবার, নবান্নে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশর পরে গত দুদিন ধরে কলকাতায় জবরদখলকারী হকার উচ্ছেদের পরে এদিন হকারদের সঙ্গে বৈঠকে সবপক্ষকেই নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, “হাতিবাগানে গিয়ে দেখেছি। হকাররা অনেক আগেই ফুটপাত দখল করে নিয়েছে। এখন রাস্তায় উঠে এসেছে। এর জন্য কাউন্সিলর ও পুলিশের (Police) একাংশ দায়ী। তাঁরা আগে টাকা নিয়ে হকারদের বসতে দিচ্ছে। তার পর বুলডোজার দিয়ে তুলে দিচ্ছে। এটা চলতে পারে না। এর পর থেকে যদি দেখি কোথাও রাস্তায় হকার বসানোর হচ্ছে তাহলে কাউন্সিলরকেই অ্যারেস্ট (Arrest) করিয়ে দেব।“

শিলিগুড়ির (Siliguri) বুধবারের ঘটনার প্রসঙ্গে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন, “ডাবগ্রামে দেখেছেন তো আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। সরকারি জমি ৩ লক্ষ টাকা করে বিক্রি করে দিচ্ছিল। ওই জমিগুলো মিউটেশন যাবে না”।

হাতিবাগান, নিউমার্কেট-সহ বেশ কয়েকটি জায়গার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দল গঠন করে দেন মুখ্যমন্ত্রী। সেই দলে রয়েছেন, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস-সহ কয়েকজন। সেই দল পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে। একই সঙ্গে মমতা নির্দেশ দেন, একটি পোর্টাল তৈরি করে কোথায় হকাররা বসতে পারবেন, কোথায় হকাররা বসতে পারবেন না, সেটার তালিকা তৈরি করতে হবে। কোথাও কোনও খালি বা নির্মীয়মাণ ভবন থাকলে সেখানও হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

সব শেষে মুখ্যমন্ত্রী বলেন, ”হকারদের আমি ভালবাসি কেন জানেন? তার কারণ, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আর সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও হকারেরা ছুটে আসেন। ওঁরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কোনও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার হলে প্রতিবাদ করেন। কিন্তু আমি যেটা করছি, সেটা ওঁদের বিরুদ্ধে নয়। কলকাতাকে সুন্দর করতে হবে। আপনারা সহযোগিতা করুন, সরকার আপনাদের সঙ্গে থাকবেন।”





spot_img

Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...