Friday, December 19, 2025

নজিরবিহীন! স্বাধীনতা দিবসে মহিলাদের জন্য ‘বিশেষ উপহার’ ঘোষণা রাজ্যের

Date:

Share post:

স্বাধীনতা দিবসের (Independence Day) আগেই রাজ্যের মহিলাদের (Women) জন্য বড়সড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের। এবার পশ্চিমবঙ্গের ১ কোটি ২২ লক্ষ মহিলার জন্য বিশেষ শৌচাগারের (Toilet) তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফে। প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে ১২ হাজার টাকা। ইতিমধ্যে এই মর্মে প্রতিটি জেলা এবং জিটিএর প্রধান সচিবের কাছে চিঠিও পৌঁছে গিয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। তবে স্বাধীনতা দিবসের আগে সমস্ত কাজ সেরে ফেলার লক্ষমাত্রা নিয়েছে সরকার।

সূত্রের খবর, রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে রয়েছে ১২ লক্ষ ৫ হাজার ৮৪৬টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী। মোট সদস্য সংখ্যা ১ কোটি ২২ লক্ষ ৭৬৪। প্রকৃত উপভোক্তা বাছাই থেকে শুরু করে শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করা পর্যন্ত প্রতিটি ধাপের সময়সীমা ইতিমধ্যে বেঁধে দিয়েছে পঞ্চায়েত দফতর। সূত্রের খবর, আগামী ২৮ জুন স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীদের নিয়ে বৈঠক করে সমগ্র প্রক্রিয়া জানাবেন বিডিওরা। আগামী ১ থেকে ৭ জুলাই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা সেরে নেবেন নেত্রীরা। জেনে নেওয়া হবে, কার কার বাড়িতে শৌচাগারের প্রয়োজন রয়েছে তার ভিত্তিতে তৈরি হবে প্রাথমিক উপভোক্তা তালিকা। আগামী ৮ জুলাইয়ের মধ্যে সেই তালিকা জমা দিতে হবে বিডিওর কাছে। এরপর বিডিওর অধীনস্থ একটি দল সেই তালিকা মিলিয়ে উপভোক্তাদের বাড়ি গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। তার ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি করে ৯ থেকে ১২ জুলাইয়ের মধ্যে তা আপলোড করা হবে পঞ্চায়েত দফতরের রুরাল স্যানিটেশন পোর্টালে।

 

এরপর পঞ্চায়েতের সিলমোহর পেলেই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে টাকা। আগামী ১৩ অগাস্টের মধ্যে এই কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি এই কাজের জন্য ১৫ অগাস্ট স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে শংসাপত্র তুলে দেবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা। রাজ্যের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, মহিলাদের সম্ভ্রম এবং সুস্বাস্থ্যের জন্য উন্মুক্ত শৌচকর্ম অত্যন্ত বিপজ্জনক। পশ্চিমবঙ্গ ইতিমধ্যে উন্মুক্ত শৌচ মুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হলেও প্রতিবছরই পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। তৈরি হচ্ছে নয়া বাসস্থান। পাল্লা দিয়ে বাড়ছে শৌচাগারের প্রয়োজনীয়তা। তবে স্বাধীনতা দিবসকে সামনে রেখে এমন পদক্ষেপ এর আগে নেওয়া হয়নি। তার থেকেও বড় কথা, এবার ‘টুইন পিট’ শৌচালয় তৈরি হবে। ফলে জমা জলের কারণে মশাবাহিত রোগের কোপেও পড়তে হবে না।


spot_img

Related articles

মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের উত্তর মিলবে কি! প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র ট্রেলার

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা শুরু বছর ছয়েক আগেই, মাঝে বহু বিতর্ক - সমালোচনা, অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের...

নির্বাচনের আগে ‘পূর্বপরিকল্পিত’ হিংসা ইউনূস সরকারের: দাবি আওয়ামি লীগ প্রাক্তন মন্ত্রীর

দুমাস পরে দেশে নির্বাচন। তার আগে ভয়ঙ্কর হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে ক্ষমতায় টিকে থাকতে...

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...