Friday, January 30, 2026

জবির জোড়া গোল, কলকাতা লিগে দুরন্ত শুরু DHFC’র

Date:

Share post:

জয় দিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের অভিযান শুরু করল ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার বিধাননগর পুরসভার মাঠে গ্রুপ ‘এ’-র লড়াইয়ে ইউনাইটেড স্পোর্টকে ২-১ গোলে হারাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। জোড়া গোল করে ডায়মন্ড হারবারের জয়ের নায়ক কেরলের স্ট্রাইকার জবি জাস্টিন।

ম্যাচে শুরু থেকে আধিপত্য নিয়ে খেলেছে কিবু ভিকুনার দল । কিন্তু জবি, রাহুল পাসোয়ান, তুহিন শিকদারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে ইউনাইটেডের দীপেশ মুর্মু, সৌরভ সামন্তরা।ম্যাচের ২৮ মিনিটে জবির গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। বাঁ-প্রান্ত থেকে বিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন দুই প্রধানের প্রাক্তনী। ইউনাইটেড গোলকিপার সৌরভের কিছু করার ছিল না। জবির শট বিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে।

এগিয়ে যাওয়ার পর গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ডায়মন্ড হারবারের কাছে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি জবিরা। ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ডায়মন্ড হারবার রক্ষণে চাপ বাড়ায় ইউনাইটেড। ৪০ মিনিটে দীপেশের অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরায় তারা। ডান প্রান্ত ধরে এগিয়ে বক্সের বাইরে থেকে বিশ্বমানের গোল করেন দীপেশ। এক্ষেত্রে অবশ্য ডায়মন্ড হারবারের গোলকিপার সুস্নাত মালিক দায় এড়াতে পারেন না।

বিরতির পর আক্রমণে ঝাঁজ বাড়ায় ইউনাইটেড। কিন্তু ডায়মন্ড হারবার রক্ষণ জমাট জমাট রাখেন অয়ন মণ্ডল, রবিলাল মাণ্ডি, নরেশ সিংরা। প্রতিআক্রমণে গোল পেতে মরিয়া হয় কিবুর দল। জবির হেড পোস্টে লেগে প্রতিহত হয়। ৭১ মিনিটে সেই জবিই ফের গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন। বিপক্ষ রক্ষণের ভুলে দুরন্ত ফিনিশ করেন জবি। গোলের ব্যবধান বাড়তে পারত ডায়মন্ড হারবারের। কিন্তু ইউনাইটেড গোলকিপার সৌরভ বেশ কিছু ভাল সেভ করেন।

লিগের প্রথম ম্যাচেই তিন পয়েন্ট আসায় খুশি ডায়মন্ড হারবার শিবির। ক্লাব সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, ‘‘প্রথম ম্যাচ। মানিয়ে নিতে আরও কিছুটা সময় লাগবে। আমাদের ক্ষমতার ৪০-৪৫ শতাংশ খেলতে পেরেছি। ধীরে ধীরে আরও উন্নতি করব আমরা।’’

আরও পড়ুন- আজ টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, রয়েছে বৃষ্টির ভ্রুকুটি , ম্যাচ ভেস্তে গেলে কি হবে রোহিতদের ভাগ্য


spot_img

Related articles

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...

লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা...