Tuesday, November 4, 2025

জয় দিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের অভিযান শুরু করল ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার বিধাননগর পুরসভার মাঠে গ্রুপ ‘এ’-র লড়াইয়ে ইউনাইটেড স্পোর্টকে ২-১ গোলে হারাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। জোড়া গোল করে ডায়মন্ড হারবারের জয়ের নায়ক কেরলের স্ট্রাইকার জবি জাস্টিন।

ম্যাচে শুরু থেকে আধিপত্য নিয়ে খেলেছে কিবু ভিকুনার দল । কিন্তু জবি, রাহুল পাসোয়ান, তুহিন শিকদারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে ইউনাইটেডের দীপেশ মুর্মু, সৌরভ সামন্তরা।ম্যাচের ২৮ মিনিটে জবির গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। বাঁ-প্রান্ত থেকে বিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন দুই প্রধানের প্রাক্তনী। ইউনাইটেড গোলকিপার সৌরভের কিছু করার ছিল না। জবির শট বিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে।

এগিয়ে যাওয়ার পর গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ডায়মন্ড হারবারের কাছে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি জবিরা। ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ডায়মন্ড হারবার রক্ষণে চাপ বাড়ায় ইউনাইটেড। ৪০ মিনিটে দীপেশের অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরায় তারা। ডান প্রান্ত ধরে এগিয়ে বক্সের বাইরে থেকে বিশ্বমানের গোল করেন দীপেশ। এক্ষেত্রে অবশ্য ডায়মন্ড হারবারের গোলকিপার সুস্নাত মালিক দায় এড়াতে পারেন না।

বিরতির পর আক্রমণে ঝাঁজ বাড়ায় ইউনাইটেড। কিন্তু ডায়মন্ড হারবার রক্ষণ জমাট জমাট রাখেন অয়ন মণ্ডল, রবিলাল মাণ্ডি, নরেশ সিংরা। প্রতিআক্রমণে গোল পেতে মরিয়া হয় কিবুর দল। জবির হেড পোস্টে লেগে প্রতিহত হয়। ৭১ মিনিটে সেই জবিই ফের গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন। বিপক্ষ রক্ষণের ভুলে দুরন্ত ফিনিশ করেন জবি। গোলের ব্যবধান বাড়তে পারত ডায়মন্ড হারবারের। কিন্তু ইউনাইটেড গোলকিপার সৌরভ বেশ কিছু ভাল সেভ করেন।

লিগের প্রথম ম্যাচেই তিন পয়েন্ট আসায় খুশি ডায়মন্ড হারবার শিবির। ক্লাব সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, ‘‘প্রথম ম্যাচ। মানিয়ে নিতে আরও কিছুটা সময় লাগবে। আমাদের ক্ষমতার ৪০-৪৫ শতাংশ খেলতে পেরেছি। ধীরে ধীরে আরও উন্নতি করব আমরা।’’

আরও পড়ুন- আজ টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, রয়েছে বৃষ্টির ভ্রুকুটি , ম্যাচ ভেস্তে গেলে কি হবে রোহিতদের ভাগ্য


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version