Tuesday, November 4, 2025

বিবাহিত মহিলাদের নিয়োগে ‘না’ Apple-র সহকারী সংস্থার! বিতর্ক শুরু হতেই রিপোর্ট তলব কেন্দ্রের 

Date:

Share post:

বিবাহিত মহিলাদের (Married Women) চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে অ্যাপেলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকনের (Foxconn) বিরুদ্ধে। বেশ কয়েক মাস ধরেই এমন অভিযোগ সামনে আসছে। সম্প্রতি রয়টার্সের তরফে এই বিষয়ে তদন্তমূলক একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যা নিয়েই তুঙ্গে উঠেছে বিতর্ক। বুধবার বিষয়টি নিয়ে তামিলনাড়ুর (Tamil Nadu) স্ট্যালিন সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রের শ্রম মন্ত্রক।

এক বিবৃতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১৯৭৬ সালের সমান পারিশ্রমিক প্রসঙ্গে সাফ জানিয়েছে, এই আইনেই স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে পুরুষ ও মহিলা কর্মীদের নিয়োগের সময় কোনও বৈষম্য করা হবে না। কিন্তু তা সত্ত্বেও কেন এমন হচ্ছে তা জানতেই তামিলনাড়ুর শ্রম দফতরের কাছ থেকে ফক্সকন সংস্থা ও তাদের এই আজব নিয়মকানুনের বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল মোদি সরকার। সূত্রের খবর, সম্পূর্ণ তথ্য সমন্বিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রিজিওনাল চিফ লেবার কমিশনারকে। পাশাপাশি শ্রম মন্ত্রকের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে এম কে স্ট্যালিন সরকার এই আইনের বিধানগুলি প্রয়োগ ও প্রশাসনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ, তাই রাজ্য সরকারের কাছ থেকে একটি বিশদ প্রতিবেদন চাওয়া হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবারই রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছিল যে ফক্সকন চেন্নাইয়ের আইফোন প্ল্যান্টে বিবাহিত মহিলাদের চাকরি থেকে বাদ দিয়েছে। সংস্থাটি মনে করে যে অবিবাহিত মহিলাদের তুলনায় বিবাহিত মহিলাদের বেশি পারিবারিক দায়িত্ব রয়েছে, তাই সংস্থাটি তাদের নিয়োগ করতে চায় না। যদিও রয়টার্স-এর প্রতিবেদন নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি অ্যাপ্‌ল কিংবা ফক্সকন কর্তৃপক্ষ। মুখ খোলেনি তামিলনাড়ুর ডিএমকে সরকারও।


spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...