Sunday, August 24, 2025

ব্যবসায়ীকে খুন করতে গ্যাংস্টারকে সুপারি! অর্জুন সিংয়ের অডিও ক্লিপে চাঞ্চল্য

Date:

এক রেস্তরাঁ ব্যবসায়ীকে খুন করতে সুপারি দিয়েছেন খোদ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)! সেটা আবার বিহারের জেলবন্দি গ্যাংস্টার সুবোধ সিংকে! জেলবন্দি গ্যাংস্টারের সঙ্গে বারাকপুরের রেস্তরাঁ ব্যবসায়ী তাপস ভকতের একটি ফোনালাপের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। তারপর থেকেই তোলপাড় শুরু হয়েছে রাজ্যজুড়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে বাহুবলী অর্জুন সিংকে নিয়েও। লোকসভা ভোটে গো-হারা হারের পরেও দমানো যাচ্ছে না অর্জুন সিংকে।

ভাইরাল হওয়া ফোনালাপে শোনা যাচ্ছে, তাপসকে সতর্ক করে গ্যাংস্টার সুবোধ সিং বলছে, “তোমাকে মেরে ফেলার জন্য অর্জুন সিং (Arjun Singh) আমাকে বারবার বলছে।” ফোনের উল্টোপ্রান্ত থেকে তখন তাপস বলছেন, অর্জুন যে তাঁকে মারতে চাইছে, সেটা তিনি আগে থেকেই জানেন। এলাকার বেশ কয়েকজন দাগী অপরাধীকে অর্জুন এই কাজ দিয়ে রেখেছে বলেও অভিযোগ করেন তাপস।

এদিকে তাপস নিজে যেমন এই ফোনালাপের রেকর্ডিং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে পৌঁছে দিয়েছেন, তেমনই বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন ব্যারাকপুরের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকও। তাঁর দাবি, “ওই অডিও আমিও শুনেছি। হেরে যাওয়ার পরেও গুন্ডারাজ চালিয়ে যাচ্ছেন। এখনও খুন খারাপির রাজনীতি করে যাচ্ছেন অর্জুন। পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। কয়েকদিনের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে।”

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কারণ ওই ভাইরাল ফোনালোপে অর্জুন সিং সুপারি দিয়েছে বলার পাশাপাশি যেভাবে তাপস ভকতকে তার ‘শেল্টারে’ আসার জন্য সুবোধ সিং চাপ দিয়েছে, তাতে সেটিকে ‘কৌশল’ বলেই মনে করছে পুলিশ।

আরও পড়ুন: স্বচ্ছ ভারত মিশনের টাকা পেল রাজ্য, ব্রাত্য শিক্ষা থেকে আবাস

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version