জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 

জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের (Illegal financial transactions related to land corruption) মামলায় পাঁচ মাস বন্দি থাকার পর অবশেষে জামিন মঞ্জুর হল হেমন্ত সোরেনের (Hemant Soren)। শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্ট জমি কেলেঙ্কারি মামলায় (Land scam) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করে।

গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে জেএমএম নেতাকে। গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। গত ১৩ মে পিএমএলএ সংক্রান্ত রাঁচীর বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছিল। তার পরেই হাই কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। প্রায় পাঁচ মাস পরে মঞ্জুর হলো জামিন।

 

Previous articleনির্মাণাধীন বিমানবন্দর উদ্বোধনেই বিপত্তি! দিল্লির দুর্ঘটনায় দায়ী মোদি, বিস্ফোরক অভিযোগ সাকেতের
Next articleশেওড়াফুলিতে ভিড় ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা, কাটা পড়ল যুবকের পা!