Saturday, November 15, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করতেই একাধিক রেকর্ড হিটম্যানের

Date:

গতকাল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেমিতে ইংরেজদের বিরুদ্ধে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া । অস্ট্রেলিয়া ম্যাচের মতন ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৫৭ রান করেন তিনি। আর এই ইনিংসের সুবাদে একাধিক নজির গড়েন তিনি।

গতকাল রোহিত ইনিংস সাজান ৬টি চার এবং ২টি ছক্কা দিয়ে। আর সুবাদেই রেকর্ড গড়েন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি ছক্কা মেরে টি-২০ বিশ্বকাপে মাইলফলক স্পর্শ করেন ভারত অধিনায়ক। এই দুই ছক্কার সৌজন্যে ২০ ওভারের বিশ্বকাপে তাঁর ছক্কার সংখ্যা হল ৫০টি। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার ক্রিস গেইলের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন হিটম্যা্ন। শুধু তাই আরো একটি নজির গড়েছেন রোহিত। গতকাল ৫৭ করার সুবাদে প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপের কোনও নকআউট ম্যাচে অর্ধশতরান করলেন। এর আগে ভারতের কোনও অধিনায়ক ২০ ওভারের বিশ্বকাপের নকআউট ম্যাচে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারেননি।

গতকাল সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারায় রোহিত শর্মার দল। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট ভারত অধিনায়ক রোহিত শর্মার। বল হাতে দাপট অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

আরও পড়ুন- ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত


Related articles

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...
Exit mobile version