Tuesday, May 20, 2025

পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা! কর্নাটকে মৃত্যু দুই শিশু-সহ ১৩ পুণ্যার্থীর

Date:

Share post:

বেপরোয়া গতির জের! যার জেরে প্রাণ গেল কমপক্ষে ১৩ যাত্রীর। আহত হয়েছেন ৪ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকের (Karnataka) হাবেলি জেলার কুন্দেলহালি এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে কর্নাটকের শিবমোঙ্গা জেলার বাসিন্দারা একটি মিনিবাসে (Mini Bus) চড়ে বেলাগাভি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। আর সেখান থেকে ফেরার পথে আচমকাই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এদিন শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও (Siddaramaiah)।

 

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রের খবর, কর্নাটকের বাসিন্দা ওই পুণ্যার্থীরা শুক্রবার ভোররাতে বেলাগাভি মন্দির থেকে ওই মিনিবাসে চেপে পুজো দিয়ে ফিরছিলেন। কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মিনিবাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী গাড়িতে সজোরে ধাক্কা মারে। আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় বলে খবর। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে আরও দুজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে খবর। পাশাপাশি দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, মালবাহী গাড়িগুলিকে দাঁড় করিয়ে এদিন চালকরা বিশ্রাম নিচ্ছিলেন। ভোররাতে সেই গাড়িগুলিতেই সজোরে ধাক্কা মারে মিনিবাসটি।

তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ওই মিনিবাসটির চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর সেকারণেই এই বিপত্তি। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর পৌনে চারটে নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

spot_img

Related articles

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...

সরকার আইনি পথে কাজ করছে! ধৈর্য ধরুন, আশ্বাস শিক্ষামন্ত্রীর 

মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী...

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...