Monday, May 19, 2025

দুই গোষ্ঠীর বি.বাদের জেরে র.ণক্ষেত্র হাওড়ার বাঁকড়া

Date:

Share post:

বাড়ি তৈরি করা নিয়ে বিবাদের সূত্রপাত। আর সেই ঘটনাকে কেন্দ্র করে চরমে ফঠল বিবাদ। বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বাঁকড়া। রবিবার এখানে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর এবং ইটবৃষ্টিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষে রবিবার উত্তপ্ত হয়ে উঠে হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙা শেখপাড়া। ইটবৃষ্টি এবং বোমাবাজি চলার সময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। হাজির হয় কেন্দ্রীয় বাহিনীও। তবে এই সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেআইনি বাড়ি নির্মাণ করতে বাধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলা করে ওই এলাকার বাসিন্দা ফারুক এবং তাঁর দলবল। মফিজুলের বিরুদ্ধেও পাল্টা হামলা করার অভিযোগ ওঠে। দু’‌পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এখানে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেখ মফিজুল এবং শেখ ফারুকের মধ্যে বিবাদ বহুদিনের। এবার তা সংঘর্ষের চেহারা নেয়। ফারুকের বিরুদ্ধে অভিযোগ, এই এলাকায় বেআইনি নির্মাণ কাজ চালাচ্ছিল। তাতে বাধা দেন মফিজুল। তা নিয়েই দু’পক্ষের মধ্যে রবিবার সংঘর্ষ বাধে।
অন্যদিকে রবিবার মফিজুল তাঁর দলবল নিয়ে ফারুকের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ ফারুকের পরিবারের। একে অন্যের বিরুদ্ধে হামলা করার অভিযোগ তোলায় পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। জানা গিয়েছে, শেখ ফারুক আগে সিপিএম কর্মী ছিলেন। এখন তৃণমূল কংগ্রেসের সদস্য। বেআইনিভাবে বাড়ি নির্মাণ করা নিয়েই দু’‌পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি, ইটবৃষ্টি চলতে থাকে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া দুই গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ। দফায় দফায় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ইটবৃষ্টি এবং বোমাবাজি হয় বলেও অভিযোগ উঠেছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এলাকায় এখন টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী। ডোমজুড় থানার পুলিশ এখন এই ঘটনাতে পাঁচজনকে গ্রেফতার করেছে।

 

spot_img

Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...