UEFA Euro 2024 : ‘চ্যাম্পিয়ন’ ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

বার্লিনে দাপট দেখালো সুইজারল্যান্ড। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে ইতালিকে হারিয়ে দিলো সুইজারল্যান্ড। ৩১ বছর পর ইতালির বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা। ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সুইজারল্যান্ড।

সেই ১৯৯৩ সালের পর সুইজারল্যান্ড কখনো ইতালিকে হারাতে পারেনি। ২০০৪ সালের ইতালি কখনো ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে থামেনি। আজ জার্মানির বার্লিনে দুটি ইতিহাসই লেখা হলো নতুন করে। ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো থেকে তাদের বিদায় করল সুইজারল্যান্ড।

এদিন শুরু থেকে দারুণ উজ্জীবিত ফুটবল খেলল সুইজারল্যান্ড। তাদের সামনে অনেকটাই কোণঠাসা হয়ে রইল ইতালি। দুই অর্ধের দুই গোলে ইতালিকে বিদায় করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল সুইসরা। প্রথমার্ধে দারুণ পারফরম্যান্সের সৌজন্যে ৩৭তম মিনিটে লিড নেয় সুইশরা। রেমো ফ্রুয়েলার করেন গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় সুইজারল্যান্ড। ৪৬তম মিনিটে ভারগাস দারুণ দক্ষতায় কোনাকুনি শটে জালে বল জড়ান।

প্রসঙ্গত, ইতালি এবং সুইজারল্যান্ড প্রায় ৬০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ইতালি ২৯টি ম্যাচ জিতেছে এবং সুইজারল্যান্ডের ঝুলিতে এসেছে ৭টি ম্যাচ। দুই দলের মধ্যে ২৪টি ম্যাচ ড্র হয়েছে। ২০২০-তে ইতালি সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছিল। এবার ৩১ বছরের পর ইতালির বিরুদ্ধে জয়ের স্বাদ পেল সুইসরা।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারালো ৭ রানে

 

Previous articleটি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারালো ৭ রানে
Next article‘মানিক জ্বলে’, উৎপল সিনহার কলম