Thursday, August 28, 2025

নিউ আলিপুরের আবাসনে অগ্নিকাণ্ড! দমকলের ২ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে 

Date:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ফের শহরে অগ্নিকাণ্ড! সোমবার সকালে নিউ আলিপুরের (New Alipore) একটি আবাসনে আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, নিউ আলিপুরের আড়িয়াদহের (Ariadaha) কাছে একটি আবাসনে আচমকাই আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকাই এদিন কমন মিটার বক্সে (Meter Box) আগুন লেগে যায়। সেখান থেকেই আবাসনে ছড়িয়ে পড়ে আগুন। তবে আচমকা কীভাবে এমন আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পরে বাসিন্দাদের সাহায্য নিয়েই বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এদিন আগুন লাগার বিষয়টি নজরে আসতেই আবাসনের বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নীচে নামলে নজরে আসে দাউদাউ করে জ্বলছে কমন মিটার বক্সগুলি। এরপরই দমকল ও বিদ্যুৎ দফতরকে খবর দেওয়া হলে সদলবলে সেখানে পৌঁছে যান তাঁরা। এরপর স্থানীয়দের সঙ্গে হাতে হাত মিলিয়ে শুরু হয় আগুন নেভানোর কাজ।

দমকল সূত্রে খবর ওই আবাসনে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয়রাই আশেপাশের বিল্ডিং থেকে সবকিছু জোগাড় করে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। সেকারণেই এত তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। তবে বর্তমানে ওই আবাসনের মিটার বক্সে আগুন লাগায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। কিন্তু খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।


Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version