Saturday, November 15, 2025

ইন্দোনেশিয়ার যোগকার্তায় একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ১৭ বছর বয়সী চিনের তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় ঝাং ঝিজি। আজ, সোমবার কর্মকর্তাদের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ঝাং ঝিজি রবিবার গভীর রাতে এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে জাপানের কাজুমা কাওয়ানোর বিরুদ্ধে খেলছিলেন। ম্যাচের প্রথম গেম চলাকালীন কোর্টের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। খেলার ফল যখন ১১-১১, সেই সময় কোর্টে লুটিয়ে পড়েন ১৭ বছরের শাটলার। খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। অ্যাম্বুলেন্সে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। প্রাথমিকভাবে চেষ্টা করা হলেও শেষরক্ষা হয় নি। ডাক্তাররা কিছুক্ষনের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এএফপি ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের মুখপাত্র জানান হঠাৎ করেই ঝাং ঝিজি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। খবর জানার পরেই ইন্দোনেশিয়ায় আসছেন তাঁর মা বাবা। ইতিমধ্যেই অলিম্পিক্সে জোড়া পদক জয়ী ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু এই মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এমন এক খারাপ সময়ে আমি ঝাং-এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বিশ্ব এক অসাধারণ প্রতিভাকে হারাল। শোক প্রকাশের কোনও ভাষা নেই।’

গভর্নিং বডি, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে ‘উদীয়মান ব্যাডমিন্টন প্রতিভা ঝাং ঝিজিকে হারিয়ে আমরা দুঃখিত। আমরা ওর পরিবার, ওর সতীর্থ, চিনা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং সমগ্র চিনা ব্যাডমিন্টন সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন- ফাইনালে কীভাবে ওরকম ক্যাচ ধরেছিলেন সূর্যকুমার ? মুখ খুললেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ


Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version