অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন ভাঙড়ের আরাবুল ইসলাম

অবশেষে জামিন পেলেন আরাবুল ইসলাম (Arabul Islam)। আজ, মঙ্গলবার ভাঙড়ের তৃণমূল নেতাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আরাবুলের জামিন মঞ্জুর করে। গত পঞ্চায়েত ভোটের সময় এক আইএসএফ কর্মী খুনের মামলায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আরও কিছু মামলা যোগ হয়। প্রায় চারমাস জেলখাটার পর অবশেষে মঙ্গলবার জামিন পেলেন তিনি। এর আগে অন্য ৯টি মামলাতেও জামিন পান আরাবুল। ফলে এবার জেলমুক্ত হবেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক।

গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে (Arabul Islam)। তাঁর বিরুদ্ধে খুনের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতার হওয়ার পর জামিন চেয়ে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন আরাবুল। সেখানে তাঁর আইনজীবীরা জানান, দীর্ঘ দিন ধরে বাড়িতে চিকিৎসাধীন আরাবুল ইসলাম। তাই তাঁকে জামিন দেওয়া হোক। যদিও পুলিশের আপত্তিতে তখন জামিন মেলেনি আরাবুলের।

এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আরাবুল। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুলের স্ত্রী জাহানারা বিবিও। আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, রাজ্যের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট। এবার তাঁকে জামিন দেওয়া হল। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আরাবুলের কোনও সাংগঠনিক পদ নেই। তিনি তৃণমূলের একজন সাধারণ সদস্য মাত্র।

আরও পড়ুন: সওকতের বি.রুদ্ধে মা.মলা প্র.ত্যাহার, জ.রিমানার টাকায় আদালত চত্বরে গাছ লাগানোর নির্দেশ

 

 

Previous articleবার্বাডোজ থেকে কবে ফিরবেন বিরাট-রোহিতরা ? এল বড় আপডেট
Next articleনয়া আইনে আর বলা যাবে না “৪২০”! কেন জানেন