সাত সকালে শহরে দুর্ঘটনা, নিউটাউনে উল্টে গেল গাড়ি! গুরুতর জখম ২

সকাল সকাল নিউটাউনে দুর্ঘটনা (Car accident in Newtown)। বিশ্ব বাংলা সরণী দিয়ে এয়ারপোর্টের দিকে ঘণ্টায় প্রায় ১০০থেকে ১১০ কিলোমিটার বেগে যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাড়ে। মুহূর্তের মধ্যে শূন্যে উঠে যায় গাড়ি। নজরুল তীর্থের (Nazrul Tirtha) সামনে এই দুর্ঘটনায় গাড়ির চালক এবং পাশে বসার যাত্রী গুরুতর আহত হয়েছেন। চার চাকার গতি এতটাই বেশি ছিল যে ডিভাইডারের ধাক্কা খেয়ে গাড়িটি ছিটকে গিয়ে পরে উল্টোদিকের সার্ভিস রোডে। ঘটনাস্থলে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে ধাক্কার পর কিছুক্ষণের জন্য শূন্যে উঠে যায় গাড়ি। স্থানীয়রাই আশঙ্কা জনক অবস্থায় আহতদের উদ্ধার করেন। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। গাড়ির চালক এবং যাত্রী মদ্যপ ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Previous articleToday’s market price আজকের বাজার দর
Next articleবৃষ্টির দুর্যোগে বাড়বে দুর্ভোগ! ফের ধস দার্জিলিঙে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি