ভাঙরের তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করেও প্রত্যাহার করে নিয়েছেন এক আবেদনকারী। তাতে আদালতের সময় নষ্ট হয়েছে। মঙ্গলবার এই কারণে ওই মামলাকারীকে জরিমানার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহা এদিন তাঁর নির্দেশে জানিয়েছেন, জরিমানার টাকায় উচ্চ আদালত চত্বরে বড় গাছ লাগাতে হবে। এ ব্যাপারে বন দফতরের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব দিতে হবে। কোনও ফুলের গাছ বা পাতাবাহার নয়, এমন গাছ লাগাতে হবে যা ভবিষ্যতে অনেক বড় বৃক্ষ হয়ে ওঠে।

বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে বলেছেন, মামলাকারীর দেওয়া জরিমানার টাকায় গাছ লাগানো হল কিনা সে ব্যাপারে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। জানা গিয়েছে, ভাঙরের একটি ঘটনায় তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলা বেশ কিছুদিন ধরে চলার পর মামলাকারী তা প্রত্যাহার করে নিয়েছেন। এই কারণেই তাঁকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জরিমানার টাকাতেই এবার হাই কোর্ট চত্বরে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

