কেন কোচের পদ থেকে সরে দাঁড়ালেন দ্রাবিড়? জানালেন জয় শাহ

ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। টি-২০ বিশ্বকাপের পর আর টিম ইন্ডিয়ার কোচে পদে থাকতে চাননি দ্রাবিড়। কেন আর কোচের পদে থাকলেন না রাহুল? সেই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানান, পরিবারকে সময় দিতে চান দ্রাবিড়।

এই নিয়ে জয় শাহ বলেন, “ পরিবারকে সময় দিতে চান দ্রাবিড়। সেই কারণেই কোচের দায়িত্ব ছাড়তে চান। আমিও আর জোর করিনি থাকার জন্য।“ এরপর তিনি আরও বলেন, “ গত সাড়ে পাঁচ বছর ধরে দ্রাবিড় ভাই ভারতীয় ক্রিকেটের সেবা করছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তিন বছর সেই দায়িত্ব সামলেছেন। গত আড়াই বছর ধরে ভারতীয় দলের কোচ হিসাবে কাজ করেছেন তিনি।”

এদিকে ৬ জুলাই থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। ইতিমধ্যেই দল নিয়ে রওনা হয়েছেন তিনি। জানা যাচ্ছে, ভারত নতুন কোচ পাবে শ্রীলঙ্কা সফরের আগে।

আরও পড়ুন- প্রকাশ্যে এল ডুরান্ড কাপের দিনক্ষণ, কবে থেকে শুরু ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট ?


Previous articleচোপড়া- শিলিগুড়ির ঘটনায় কড়া ব্যবস্থা, দেবাশিসকে বহিষ্কার ও হামিদুলকে শো-কজ তৃণমূলের
Next articleআধুনিক প্রযুক্তিতে সমীক্ষা, পথশ্রী প্রকল্পে গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা করবে রাজ্য