Saturday, August 23, 2025

শুভেন্দুকে রাজভবনের সামনে ধর্নার শর্তসাপেক্ষ অনুমতি, কটাক্ষ তৃণমূলের

Date:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি দিল হাইকোর্ট। রাজ্যের ভোট পরবর্তী হিংসা হয়েছে, এমন দাবি তুলে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজভবনে ‘আক্রান্ত’দের নিয়ে যেতে চেয়েছিলেন। তার প্রায় মাসখানেক পরে আদালতের অনুমতিক্রমে অবশেষে তিনি ধর্নায় বসতে পারবেন। রাজ্যের আপত্তি না থাকায় অবশেষে অনুমতি পেলেন বিরোধী দলনেতা। যদিও আদালত যে সংখ্য়া বেধে দিয়েছে, আদৌ তত লোক বিজেপি আনতে পারবে না বলে কাটক্ষ তৃণমূলের।

রবিবার ১৪ জুলাই রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ৩০০ জনের বেশি কর্মী সমর্থক থাকতে পারবেন না। কোনওভাবেই কারো কাছে কোনওরকম আগ্নেয়াস্ত্র থাকবে না। রাজ্যের তরফে জানানো হয় সকাল ১০টা থেকে কর্মসূচি করলে কোনও সমস্যা হবে না। তারপরই আদালত রায় দেয় সকাল ১০টা থেকে চারঘণ্টা ধর্না কর্মসূচি করতে পারবে বিজেপি। এমনকি ধর্না থেকে কোনও রকম বিদ্বেষমূলক বক্তব্য পেশের উপরও নজরদারি হবে আদালতের নির্দেশ অনুসারে।

আদালত থেকে কাটছাঁট করে দেওয়া কর্মসূচি ঘিরে কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, “রবিবারের বাজার। এই পাড়াগুলোয় ছুটির দিন। কেউ যদি রাজভবনের সামনে বসতে চান বসতেই পারেন। বিজেপিতে এমনিতেই ১৫০-২০০ জনের বেশি লোক হয় না। আর ১০০ জন কোথা থেকে আনবে।”

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version