Monday, May 5, 2025

শুভেন্দুকে রাজভবনের সামনে ধর্নার শর্তসাপেক্ষ অনুমতি, কটাক্ষ তৃণমূলের

Date:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি দিল হাইকোর্ট। রাজ্যের ভোট পরবর্তী হিংসা হয়েছে, এমন দাবি তুলে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজভবনে ‘আক্রান্ত’দের নিয়ে যেতে চেয়েছিলেন। তার প্রায় মাসখানেক পরে আদালতের অনুমতিক্রমে অবশেষে তিনি ধর্নায় বসতে পারবেন। রাজ্যের আপত্তি না থাকায় অবশেষে অনুমতি পেলেন বিরোধী দলনেতা। যদিও আদালত যে সংখ্য়া বেধে দিয়েছে, আদৌ তত লোক বিজেপি আনতে পারবে না বলে কাটক্ষ তৃণমূলের।

রবিবার ১৪ জুলাই রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ৩০০ জনের বেশি কর্মী সমর্থক থাকতে পারবেন না। কোনওভাবেই কারো কাছে কোনওরকম আগ্নেয়াস্ত্র থাকবে না। রাজ্যের তরফে জানানো হয় সকাল ১০টা থেকে কর্মসূচি করলে কোনও সমস্যা হবে না। তারপরই আদালত রায় দেয় সকাল ১০টা থেকে চারঘণ্টা ধর্না কর্মসূচি করতে পারবে বিজেপি। এমনকি ধর্না থেকে কোনও রকম বিদ্বেষমূলক বক্তব্য পেশের উপরও নজরদারি হবে আদালতের নির্দেশ অনুসারে।

আদালত থেকে কাটছাঁট করে দেওয়া কর্মসূচি ঘিরে কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, “রবিবারের বাজার। এই পাড়াগুলোয় ছুটির দিন। কেউ যদি রাজভবনের সামনে বসতে চান বসতেই পারেন। বিজেপিতে এমনিতেই ১৫০-২০০ জনের বেশি লোক হয় না। আর ১০০ জন কোথা থেকে আনবে।”

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version