Monday, November 3, 2025

শেয়ার বাজারে রেকর্ড! প্রথমবার ৮০ হাজারের গণ্ডি পেরল সেনসেক্স, নয়া নজির নিফটিরও

Date:

Share post:

ফের নয়া রেকর্ড শেয়ার বাজারে (Share Market)। প্রথমবার সেনসেক্স (Sensex) ছাড়াল ৮০ হাজারের গণ্ডি। অন্যদিকে সেনসেক্সের মতো নিফটিও (NIFTY) রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নিফটি ২৪,২৯২.১৫ এর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ব্যাঙ্কিং এবং এফএমসিজি (FMCG) স্টকগুলির দাম বাড়ার কারণেই সেনসেক্স ও নিফটির এই উত্থান। বাজার বিশেষজ্ঞদের মতে, ভারতের অর্থনীতিতে আস্থার কারণেই শেয়ারে লগ্নি করছে বিদেশি সংস্থাগুলি। যার কারণেই এমন ভোলবদল।

শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯ টা ১ মিনিটে ৮০,১৩১.৩৩ পয়েন্টে পৌঁছে যায় সেনসেক্স। চার মিনিট পরে সেটা আরও বেড়ে ৮০,১৪০.৯৫ পয়েন্টে পৌঁছে যায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ২৪,৩২০.৯৮ পয়েন্টে পৌঁছে যায় সূচক নিফটি। বিশেষজ্ঞদের মতে, বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্কের হাত ধরে শেয়ার বাজারের সেই উত্থান হয়েছে। বুধবার বাজার খোলার পরে এনএসইতে ৩.৬৬ শতাংশ উত্থান হয়েছে HDFC ব্যাঙ্কের। তার ফলে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১,৭৯৪ টাকা। অন্যদিকে, সকাল ৯ টা ৪১ মিনিটে বিএসইতে HDFC ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,৭৭৬.৭ টাকা। মঙ্গলবার বাজার বন্ধের সময় HDFC ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের দাম ১,৭৩০.৫৫ টাকা ছিল। আর বাজার খোলার সময় সেটা দাঁড়ায় ১,৭৮৯ টাকায়। একটা সময় ১,৭৯১.২৫ টাকায় পৌঁছে যায়।

জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ডক্টর ভি কে বিজয়কুমার বলেন, ‘আজকের বাজারের ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু হবে HDFC ব্যাঙ্ক, যা আগামীদিনে আরও বাড়বে। বিগত অনেক দিন ধরে স্টকটিতে ডেলিভারি-ভিত্তিক কেনাকাটা আরও কয়েকদিন চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্টকের দাম আরও বাড়াবে। নিফটিতে HDFC ব্যাঙ্কের শেয়ারের বাড়ার কারণে ETF এবং অ্যাকটিভ ফান্ডগুলিতে আরও বেশি ডেলিভারি ভিত্তিক কেনাকাটা হবে। RIL, TCS, Infosys এবং ICICI ব্যাঙ্কের মতো নিফটির অন্যান্য স্টকগুলিতে একটি প্রান্তিক নেতিবাচক প্রভাব পড়তে পারে।’


spot_img

Related articles

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...