দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এবার পঞ্চম বর্ষে পদার্পণ করতে চলেছে স্পন্দন শারদ সম্মান ২০২৪। তার আগে আয়োজিত হল স্পন্দনের দুর্গাপুজো ব্য়ানার শ্যুট। উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার বিশ্বজিৎ মন্ডল। ছিলেন স্পন্দনের ব্র্যান্ড অ্যাম্বাসডার দেবলীনা বিশ্বাস।
মেক আপ আর্টিস্ট হিসেবে ছিলেন অপর্ণা, রাসিদা, রুমকি এবং আরসি। স্পন্দনের প্রতিষ্ঠাতা Atmajyoti Mitra বলেন, স্পন্দন শারদ সম্মান এই বছর অনেক বড় চমক নিয়ে আসছে।