তালিবানি ফতোয়া। বৈঠকে থাকবে না মহিলারা। তালিবানের শর্ত মেনে বৈঠক করল রাষ্ট্রসংঘ (UN)। এই নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছে। এই প্রথম রাষ্ট্রসংঘের বৈঠকে উপস্থিত ছিল তালিবান। কিন্তু শর্ত ছিল, কোনও মহিলা উপস্থিত থাকতে পারবেন না বৈঠকে! সেই শর্ত মেনেও নেয় রাষ্ট্রসংঘ। এই নিয়ে প্রতিবাদ জানান নারী অধিকার আন্দোলনকারীরা। মুখ বাঁচাতে রাষ্ট্রসংঘ জানায়, তালিবান (Taliban) চায় মহিলারা জনজীবনের অংশীদার হয়ে উঠুন। কিন্তু আফগান নাগরিক সমাজের কেউ বৈঠকে থাকুক সেটা তারা চায়নি।
এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে সরব বিশেষজ্ঞ মহল। তাদের মতে, মহিলাদের বৈঠকে থাকতে না দিয়ে কার্যত তালিবানের সামনে নতিস্বীকারই করল রাষ্ট্রসংঘ।