Sunday, November 16, 2025

ট্রেনের মহিলা কামরায় পুরুষের অবাধ যাতায়াত, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা কামরায় অবাধে চড়ছেন পুরুষ যাত্রীরা। অফিস টাইম হোক বা অন্য কোনও সময় প্রতিদিন ঘটছে এই ঘটনা। বাধা দিতে গেলে অযৌক্তিক কথা আর বচসা বাড়ছে। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। চোখের সামনেই চলছে নিয়ম ভাঙ্গার খেলা অথচ ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছেন রেলের কর্মীরা(Railway Staff)। এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রেলকে সতর্ক করে আদালতের তরফে নির্দেশ দেওয়া হল ট্রেনের সংরক্ষিত কামরায় নিয়ম ভেঙে ভ্রমণ করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ঘটনা আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বাড়াতে হবে। প্রতি স্টেশনে অতিরিক্ত নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।

আইনজীবী পিয়েতা ভট্টাচার্য (Piyeta Bhattacharya) নিত্যদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন। তাঁর অভিযোগ, মহিলা স্পেশাল ট্রেনে মহিলা ছাড়াও বহু পুরুষ যাতায়াত করেন, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে মহিলা যাত্রীদের। শুধু তাই নয় এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন পুরুষ যাত্রীরা।আবেদনকারীর দাবি, এই অভিযোগ জানিয়ে তিনি একাধিকবার রেলকে চিঠি দিয়েছেন। কিন্তু কোনও সাড়া পাননি। তাই মামলা করার সিদ্ধান্ত নেন তিনি। এই মামলার প্রেক্ষিতেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রেলকে সতর্ক করলো।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version