Sunday, August 24, 2025

ট্রেনের মহিলা কামরায় পুরুষের অবাধ যাতায়াত, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা কামরায় অবাধে চড়ছেন পুরুষ যাত্রীরা। অফিস টাইম হোক বা অন্য কোনও সময় প্রতিদিন ঘটছে এই ঘটনা। বাধা দিতে গেলে অযৌক্তিক কথা আর বচসা বাড়ছে। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। চোখের সামনেই চলছে নিয়ম ভাঙ্গার খেলা অথচ ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছেন রেলের কর্মীরা(Railway Staff)। এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রেলকে সতর্ক করে আদালতের তরফে নির্দেশ দেওয়া হল ট্রেনের সংরক্ষিত কামরায় নিয়ম ভেঙে ভ্রমণ করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ঘটনা আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বাড়াতে হবে। প্রতি স্টেশনে অতিরিক্ত নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।

আইনজীবী পিয়েতা ভট্টাচার্য (Piyeta Bhattacharya) নিত্যদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন। তাঁর অভিযোগ, মহিলা স্পেশাল ট্রেনে মহিলা ছাড়াও বহু পুরুষ যাতায়াত করেন, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে মহিলা যাত্রীদের। শুধু তাই নয় এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন পুরুষ যাত্রীরা।আবেদনকারীর দাবি, এই অভিযোগ জানিয়ে তিনি একাধিকবার রেলকে চিঠি দিয়েছেন। কিন্তু কোনও সাড়া পাননি। তাই মামলা করার সিদ্ধান্ত নেন তিনি। এই মামলার প্রেক্ষিতেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রেলকে সতর্ক করলো।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version