গ্যাংস্টার সুবোধ সিংয়ের শাগরেদকেও হেফাজতে নিতে চায় সিআইডি

আগামী ১৭ জুলাই পর্যন্ত সিআইডি হেফাজত হল গ্যাংস্টার সুবোধ সিংয়ের (Subodh Singh)। এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আনা হল ভবানী ভবনে। ডাকাতি, হুমকি থেকে খুনি-জেল থেকে কীভাবে সুবোধের নেটওয়ার্ক? পাটনার জেলে বসে কীভাবে বাংলায় অপারেশন সুবোধের? তার লিঙ্কম্যান কে? কারাই বা বরাত দিত? হেফাজতে নিয়ে এবার জানতে চায় সিআইডি।

এ রাজ্যে রানিগঞ্জে ডাকাতি থেকে বিটি রোডে গুলি, ব্যারাকপুরে মণীশ শুক্লা খুন, বাংলায় একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ সুবোধের বিরুদ্ধে। গ্রিন করিডর করে আসানসোল থেকে কলকাতায় আনা হয় গ্যাংস্টারকে।

অন্যদিকে, গ্যাংস্টার সুবোধ সিংয়ের (Subodh Singh) পর বেউড় জেল থেকে নিয়ে আসা হল সুবোধের শাগরেদ রওশন ওরফে তাঁতিয়াকে। আজ, বৃহস্পতিবার রওশনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে সিআইডি। রওশনের বিরুদ্ধেই জেল থেকে ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোন করার অভিযোগ আছে।

আরও পড়ুন: আগামী ১৫ জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা

 

Previous articleভূপতিনগরকাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল এনআইএ
Next article১০ তারিখ ৪ কেন্দ্রে উপনির্বাচন, NI Act-এ ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর