Saturday, November 29, 2025

জেল থেকে ফিরেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্ত সোরেনের

Date:

Share post:

প্রায় পাঁচ মাস পর জামিনে মুক্তি পেয়েই নিজের চেনা চেয়ারে কামব্যাক করলেন হেমন্ত সোরেন (Hemant Soren)। বৃহস্পতিবারই বিকেল পাঁচটা নাগাদ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন JMM নেতা। বুধবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন চম্পই সোরেন। তার পরেই নতুন করে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত (Hemant Soren)। এদিন দুপুরে ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এবং RJD নেতা সত্যানন্দ ভক্তকে নিয়ে রাজভবনে যান তিনি। এরপর দল ও জোটের নেতাদের নিয়ে বৈঠকে বসেন। জেএমএম পরিষদীয় দলের বৈঠকে বুধবারই মুখ্যমন্ত্রী চম্পইকে সরিয়ে হেমন্তকে ফেরানোর বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়। প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে রবিবার শপথ গ্রহণ হবে কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। রাজভবনে বৈঠকের পরই এক্স হ্যান্ডেলে বিজেপিকে নিশানা করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী লেখেন, ‘শত্রুরা যে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র করে তার শেষের শুরু হয়ে গিয়েছে।’

<span;>ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত। সেই সময় রাজ্যের শাসনভার সামলাতে চম্পাইকে মুখ্যমন্ত্রী মনোনীত করে জেএমএম নেতৃত্ব। পাঁচ মাস জেলে বন্দি থাকার পর গত ২৮ জুন যামিনী মুক্তি পান শিবু সোরেন-পুত্র। আগামী ডিসেম্বরেই ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন। তার আগে তৃতীয়বারের জন্য বৃহস্পতিবারই জেএমএম নেতা হেমন্ত সোরেন শপথ পাঠ করলেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে।

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...