Tuesday, January 13, 2026

“মোর নাম এই বলে খ্যাত হোক…!” শপথের পর বরানগরবাসীকে বার্তা সায়ন্তিকার

Date:

Share post:

উপনির্বাচনে মাস পেরিয়ে যাওয়ার পর অবশেষে বিধায়ক হিসেবে শপথ নিলেন বরানগরে তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) আর শপথ নেওয়ার পরই বরানগরবাসীকে বার্তা বার্তা দিলেন নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক।”

সায়ন্তিকা আরও লিখলেন, “অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বরানগরবাসীর প্রতিনিধি হিসেবে আজ শপথ গ্রহণ করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বরানগরের উন্নয়ন ত্বরান্বিত করার, শপথ গ্রহণ করলাম আমাদের মহান সংবিধান যা আজ বিপন্ন তাকে রক্ষা করার। আগামদিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বরানগরবাসীর উন্নয়নই হবে আমার এক ও অদ্বিতীয় লক্ষ্য। জয় হিন্দ, জয় বাংলা।”

অনেক টালবাহানার পর আজ, শুক্রবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং রেয়াত হোসেন সরকার। তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যপাল নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথ গ্রহণ করালেন না। শুক্রবার বিধানসভায় সায়ন্তিকাদের শপথবাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই। যেমনটি চেয়েছিলেন সায়ন্তিকারা।

শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করায়। আশিস জানিয়ে দেন, তিনি স্পিকারের উপস্থিতিতে কোনও ভাবেই ওই দায়িত্ব পালন করতে পারবেন না। স্পিকার বিমানকে তিনিই অনুরোধ করেন তৃণমূলের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করানোর ব্যাপারে। তাঁর অনুরোধেই বিমানই শপথ গ্রহণ করান সায়ন্তিকাদের। শপথ পাঠ করানোর সময় জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূলের বিধায়কেরা।

শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেই সায়ন্তিকাদের শপথগ্রহণ নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। বিধানসভার সচিবালয় সূত্রে খবর ছিল, ওই বৈঠকে ঠিক হয় ডেপুটি স্পিকারই তৃণমূলের দুই জয়ী প্রার্থীকে শপথগ্রহণ করাবেন। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পরে হিসাব আবার বদলে যায়। বিমান প্রথমে শপথবাক্য পাঠ করান ভগবানগোলা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী রেয়াতকে। তার পরে বরাহনগরের উপনির্বাচনে জয়ী সায়ন্তিকাকে শপথগ্রহণ করান তিনি।

আরও পড়ুন: সরকারি জমি দখলের অভিযোগে এবার গ্রেফতার BJP নেতা

 

spot_img

Related articles

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...