Wednesday, August 13, 2025

টিম ইন্ডিয়ার সাফল্যে থমকে মুম্বই নগরী, আবেগে ভাসলেন শাহরুখ

Date:

Share post:

ইতিহাস তৈরি করে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এরপর বৃহস্পতিতে দেশে পা রাখতেই উচ্ছ্বাসে ভেসেছে মুম্বইনগরী। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেকের সাক্ষাৎ শেষে মেরিন ড্রাইভ ধরে বিশ্বকাপজয়ীদের বাস যত এগিয়েছে ওয়াংখেড়ের দিকে, ভিড় যেন ততই জনজোয়ারে পরিণত হয়েছে। আরব সাগরের পাড়ে ব্যান্ড স্ট্যান্ড এলাকায় একাধিক তারকার বাস। সেখানে থাকেন স্বয়ং কিং খান। মেরিন ড্রাইভের জনসুনামিতে স্তব্ধ হয়ে গেছে মায়ানগরী। এবার সেই আবেগে ভাসলেন শাহরুখ (Shahrukh Khan) নিজেও। ওয়াংখেড়েতে প্রবেশ পর শাহরুখের ছবি ‘চক দে ইন্ডিয়া’ গানে পা মেলায় গোটা টিম। তার পর বিশ্বকাপ হাতে মাঠ প্রদক্ষিণ করে। বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন বলিউডের ‘ পাঠান’।

নিজের এক্স হ্যান্ডলে শাহরুখ লেখেন, ‘আমাদের ছেলেদের এতটা খুশি ও আবেগপ্রবণ দেখে আমার মনটা আনন্দে, গর্বে ভরে উঠেছে। ভারতীয় হিসেবে এটা দারুণ এক মুহূর্ত, আমাদের ছেলেরা আমাদের এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছে!! সবাইকে ভালবাসি, এটা আমার টিম ইন্ডিয়া। সারা রাত চলুক এই উদ্‌যাপন। ধন্যবাদ বিসিসিআই, জয় শাহ এবং তাঁর সহকারী টিমকেও অভিনন্দন, যাঁরা পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করেছেন, যাতে আমাদের ছেলেদের গর্জন সকলে শুনতে পায়।’ বৃহস্পতিবার রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা-সহ গোটা ভারতীয় ক্রিকেট দলকে একবার দেখতে মানুষের উপচে পড়া ভিড় দেখে মোহিত হয়ে গেছেন ক্রিকেটাররাও। রাস্তার দু’ধারে মুম্বইবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাসের ভিডিও এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল। সমাজমাধ্যমে এই ছবি পোস্ট করেছেন ভিকি কৌশলও।

spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...