Thursday, January 22, 2026

১৪ বছর পরে ব্রিটেনে ক্ষমতার পালাবদল! রেকর্ড ভোটে জয়ী স্টার্মার, হারের দায় কাঁধে নিলেন সুনক

Date:

Share post:

জনমত সমীক্ষাতেই ইঙ্গিত মিলেছিল। আর সেই ইঙ্গিতকে সত্যি করেই বিপুল আসনে জিতে ব্রিটেনে (US Election) ক্ষমতায় এল লেবার পার্টি (Labour Party)। লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে ১৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন দলের প্রধান কিয়ের স্টার্মার। নিজের জয় নিশ্চিত হতেই ভোটারদের ধন্যবাদ জানিয়ে লেবার পার্টির প্রধান বলেন, “সব কিছুই আপনারা শুরু করেছিলেন। আপনারাই ভোট দিয়েছেন। এ বার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা।” এদিকে এদিন ৩০০ আসনের গণ্ডি টপকানোর পরই পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনকও। ফলে ব্রিটেনে ১৪ বছরে কনজারভেটিভ পার্টির শাসনের অবসান ঘটল।

১৪ বছর পরে ব্রিটেনে ক্ষমতার পালাবদল আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্স-এ মোট আসন সংখ্যা ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ম্যাজিক ফিগার ৩২৬। শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত ৩৮৯ আসনে জয় পেয়েছে লেবার পার্টি, মাত্র ৯৭ আসন পেয়েছে ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি। অনান্যরা পেয়েছে ৯৬‌ আসন। তবে ইতিমধ্যে ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে লেবার পার্টি‌। গণনার সময় যত বাড়বে ততই আসন বাড়ছে লেবার পার্টির।


তবে এদিন ফলাফল ঘোষণার মাঝেই রিচমণ্ড এবং নর্দার্ন অ্যালার্টনে, তাঁর সমর্থকদের উদ্দেশে এক ভাষণে ঋষি সুনক বলেছেন, “এই সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে লেবার পার্টি। আমি স্যার কিয়ার স্টার্মারকে অভিনন্দন জানাতে ফোন করেছিলাম। আজ, সব পক্ষের শুভেচ্ছা নিয়ে ক্ষমতার শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল হাত বদল করা হবে। আমাদের দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের প্রতি আমরা সকলেই আস্থা রাখি। আমি দুঃখিত। আমি এই হারের দায় নিচ্ছি।” তবে পালাবদল হলেও স্টার্মারের সামনের পথ অত্যন্ত কঠিন হতে চলেছে। তাঁর সামনে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ রেখে যাচ্ছেন সুনক। এই মুহূর্তে দেশের অর্থনীতির হাল অত্যন্ত খারাপ। বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ করের বোঝা চেপেছে ব্রিটিশদের কাঁধে। ভেঙে পড়েছে জন-পরিষেবা ব্যবস্থাগুলি। কনজারভেটিভ পার্টির পতনের এগুলো অন্যতম কারণ। তবে সামগ্রিকভাবে পরাজয় হলেও ঋষি সুনক তাঁর কেন্দ্র নর্থ ইয়র্কশায়ারে ৪৭.৫ শতাংশ ভোট পেয়ে জিতেছেন। তবে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার প্রায় কান ঘেঁষে বেরিয়ে যাওয়ায় সম্মান বেঁচে গিয়েছে সুনকের।


spot_img

Related articles

গ্রিনল্যান্ড নিয়ে শীঘ্রই চুক্তি! ‘আনন্দে’ ইউরোপীয় দেশগুলির উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

গ্রিনল্যান্ড ইস্যুতে সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক...

বৃহস্পতিতে বেপাত্তা শীত! সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উধাও শীতের (Winter Spell) দাপুটে ইনিংস। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে,...

আজ ৪৯-তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অক্ষরের মহোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে

বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে...

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...