Wednesday, November 5, 2025

রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল বেলেঘাটা নবজাগ্রত সংঘ

Date:

Share post:

গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল তুলনামূলক ভাবে বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কে এসে অনেক সময় ফিরে যেতে হয়। কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্কে যোগান কম থাকে।

সারাবছরই মানুষের পাশে থাকে তারা। তবে কিছু বিশেষ দিনে সমাজ সেবামূলক কাজে অংশ নেন। বেলেঘাটা নবজাগ্রত সংঘে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। গ্রীষ্মে  যে রক্তের বিপুল চাহিদা তৈরি হয় সেই কথা মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বিগত বছরগুলিকে ছাপিয়ে এই বছর সর্বোচ্চ রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে বহু মহিলাও রক্ত দিতে এগিয়ে আসেন। ক্লাবের সদস্যরা ছাড়াও উপস্তিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ বিশিষ্টরা। এদিন প্রায় ৬০ জন রক্তদান করেন। বিশিষ্ট চিকিৎসক অশোক রায় বলেন, এই সময় রক্তের চাহিদা অনেক বেশি থাকে। এই উদ্যোগ প্রতি বছরই এই ক্লাব নেয় । এবারও রক্ত দিতে বহু মানুষ এগিয়ে এসেছেন।

সুশ্রুত আই ফাউন্ডেশনের পরিচালনায় চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
ডিভাইন নার্সিংহোমের সহযোগিতায় ব্লাড সুগার ও ইসিজি পরীক্ষার ব্যবস্থা ছিল।
স্বাস্থ্য শিবিরের পরিচালনায় দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবের সভাপতি ও বিশিষ্ট চক্ষু চিকিৎসক ইন্দ্রনীল সরকার। একই সাথে ক্লাবের প্রতিষ্ঠাতা বেলেঘাটার প্রাণপুরুষ চিকিৎসক সুদীপ রায়ের স্মরণ সভা ও ক্লাবের ৫৮ তম দুর্গাপুজোর খুঁটি পুজো হয় এদিন।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...