Friday, November 21, 2025

মস্কো পৌঁছালেন মোদি, যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের আশা

Date:

Share post:

ইউক্রেন রাশিয়া যুদ্ধে মৃত্যু হয়েছে ভারতীয় যুবকদের। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তারপরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি রাশিয়ার সেনাবাহিনীতে যুদ্ধ করতে বাধ্য করা ভারতীয় যুবকদের। এরই মধ্যে নরেন্দ্র মোদির রাশিয়া সফর। ফলে ভারতের বহু পরিবার এই সফরের ফলাফলের দিকে তাকিয়ে থাকবেন। প্রধানমন্ত্রীর সফরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে পুতিনের সঙ্গে মোদির যে আলোচনা হওয়ার পরিকল্পনা করা হয়েছে, সেখানেই এই প্রসঙ্গও আলোচনা হতে পারে।

সোমবার বিকালেই মস্কো পৌঁছান নরেন্দ্র মোদি। রাশিয়ায় তাঁর ২৬ ঘণ্টার সফর। সোমবারই পুতিনের দাচা এস্টেটে দুই রাষ্ট্রপ্রধানের ডিনারের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রেড স্কোয়্যারে শহিদ সেনাদের প্রতি সম্মান জানাবেন তিনি। রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে রাশিয়ার নিউক্লিয়ার শক্তির গবেষণাগারে যাবেন মোদি। এরপর ক্রেমলিনে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে। স্বাক্ষর হবে বেশ কয়েকটি ক্ষেত্রের চুক্তি। এরপরই ভিয়েনা উড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।

সোমবার বিকালে বিশেষ নোকোভো-টু ভিআইপি প্লেনে মস্কো পৌঁছানোর পরে স্থানীয় ভারতীয় কলাকুশলীদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় নরেন্দ্র মোদিকে। সেখান থেকে মোদির বার্তা, দুই দেশের মধ্যে বিশেষ ও সুবিধাজনক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এই আলোচনার মাধ্যমে ভবিষ্যতের দিক নির্দেশকারী সহায়তাপূর্ণ অবস্থানের প্রত্যাশা করছি।

বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়, শক্তি, নিরাপত্তা, বাণিজ্য, লগ্নি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে। নাগরিকদের মধ্যে সম্পর্কের বিষয়টির মধ্যেই দালাল মারফৎ ভারতীয়দের যুদ্ধে নিয়োগ না করার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

SIR-প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়: মঙ্গলে সভা-মিছিল বনগাঁয়

এসআইআর আতঙ্কে বাংলায় একের পর এক মানুষের মৃত্যু। এই রাজ্যেই মৃত্যু হয়েছে দুই বিএলও-র। তা নিয়ে মুখ্য নির্বাচন...

জল্পনার অবসান, টেস্ট শুরুর আগে গুয়াহাটি ছাড়লেন গিল, ফিরলেন কোথায়?

ভারতীয় টেস্ট দল থেকে অধিনায়ক শুভমান গিলকে (Shubhaman Gill )ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুম্বই চলে গেছেন গিল। আগামী...

কয়লা পাচারে ৪০ জায়গায় তদন্তে ইডি-সিবিআই: ঝাড়খণ্ডে উদ্ধার টাকা

কয়লা পাচার মামলায় ফের রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। বাংলার পাশাপাশি তল্লাশি চালানো হয় ঝাড়খণ্ডেও। বেআইনি কয়লা পাচারের (coal...

চোরের মন পুলিশ পুলিশ! ভূমিকম্প নিয়ে BJP-TMC-র নারদ-নারদ

সাম্প্রতিক সময়ে যে কোনও ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া যেন রীতি হয়ে গিয়েছে। সামাজিক, পারিবারিক থেকে প্রাকৃতিক বিষয়কেও ছাড়ছে...