Thursday, January 22, 2026

মস্কো পৌঁছালেন মোদি, যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের আশা

Date:

Share post:

ইউক্রেন রাশিয়া যুদ্ধে মৃত্যু হয়েছে ভারতীয় যুবকদের। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তারপরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি রাশিয়ার সেনাবাহিনীতে যুদ্ধ করতে বাধ্য করা ভারতীয় যুবকদের। এরই মধ্যে নরেন্দ্র মোদির রাশিয়া সফর। ফলে ভারতের বহু পরিবার এই সফরের ফলাফলের দিকে তাকিয়ে থাকবেন। প্রধানমন্ত্রীর সফরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে পুতিনের সঙ্গে মোদির যে আলোচনা হওয়ার পরিকল্পনা করা হয়েছে, সেখানেই এই প্রসঙ্গও আলোচনা হতে পারে।

সোমবার বিকালেই মস্কো পৌঁছান নরেন্দ্র মোদি। রাশিয়ায় তাঁর ২৬ ঘণ্টার সফর। সোমবারই পুতিনের দাচা এস্টেটে দুই রাষ্ট্রপ্রধানের ডিনারের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রেড স্কোয়্যারে শহিদ সেনাদের প্রতি সম্মান জানাবেন তিনি। রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে রাশিয়ার নিউক্লিয়ার শক্তির গবেষণাগারে যাবেন মোদি। এরপর ক্রেমলিনে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে। স্বাক্ষর হবে বেশ কয়েকটি ক্ষেত্রের চুক্তি। এরপরই ভিয়েনা উড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।

সোমবার বিকালে বিশেষ নোকোভো-টু ভিআইপি প্লেনে মস্কো পৌঁছানোর পরে স্থানীয় ভারতীয় কলাকুশলীদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় নরেন্দ্র মোদিকে। সেখান থেকে মোদির বার্তা, দুই দেশের মধ্যে বিশেষ ও সুবিধাজনক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এই আলোচনার মাধ্যমে ভবিষ্যতের দিক নির্দেশকারী সহায়তাপূর্ণ অবস্থানের প্রত্যাশা করছি।

বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়, শক্তি, নিরাপত্তা, বাণিজ্য, লগ্নি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে। নাগরিকদের মধ্যে সম্পর্কের বিষয়টির মধ্যেই দালাল মারফৎ ভারতীয়দের যুদ্ধে নিয়োগ না করার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

আজ ৪৯-তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অক্ষরের মহোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে

বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে...

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...