Friday, December 12, 2025

মস্কো পৌঁছালেন মোদি, যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের আশা

Date:

Share post:

ইউক্রেন রাশিয়া যুদ্ধে মৃত্যু হয়েছে ভারতীয় যুবকদের। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তারপরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি রাশিয়ার সেনাবাহিনীতে যুদ্ধ করতে বাধ্য করা ভারতীয় যুবকদের। এরই মধ্যে নরেন্দ্র মোদির রাশিয়া সফর। ফলে ভারতের বহু পরিবার এই সফরের ফলাফলের দিকে তাকিয়ে থাকবেন। প্রধানমন্ত্রীর সফরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে পুতিনের সঙ্গে মোদির যে আলোচনা হওয়ার পরিকল্পনা করা হয়েছে, সেখানেই এই প্রসঙ্গও আলোচনা হতে পারে।

সোমবার বিকালেই মস্কো পৌঁছান নরেন্দ্র মোদি। রাশিয়ায় তাঁর ২৬ ঘণ্টার সফর। সোমবারই পুতিনের দাচা এস্টেটে দুই রাষ্ট্রপ্রধানের ডিনারের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রেড স্কোয়্যারে শহিদ সেনাদের প্রতি সম্মান জানাবেন তিনি। রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে রাশিয়ার নিউক্লিয়ার শক্তির গবেষণাগারে যাবেন মোদি। এরপর ক্রেমলিনে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে। স্বাক্ষর হবে বেশ কয়েকটি ক্ষেত্রের চুক্তি। এরপরই ভিয়েনা উড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।

সোমবার বিকালে বিশেষ নোকোভো-টু ভিআইপি প্লেনে মস্কো পৌঁছানোর পরে স্থানীয় ভারতীয় কলাকুশলীদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় নরেন্দ্র মোদিকে। সেখান থেকে মোদির বার্তা, দুই দেশের মধ্যে বিশেষ ও সুবিধাজনক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এই আলোচনার মাধ্যমে ভবিষ্যতের দিক নির্দেশকারী সহায়তাপূর্ণ অবস্থানের প্রত্যাশা করছি।

বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়, শক্তি, নিরাপত্তা, বাণিজ্য, লগ্নি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে। নাগরিকদের মধ্যে সম্পর্কের বিষয়টির মধ্যেই দালাল মারফৎ ভারতীয়দের যুদ্ধে নিয়োগ না করার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...