Friday, November 14, 2025

পুরীর রথযাত্রার মিছিলে দুর্ঘটনা! শ্বাসরুদ্ধ হয়ে মৃত ১ পুণ্যার্থী, হাসপাতালে ভর্তি কমপক্ষে ৩০০

Date:

পুরীর রথযাত্রার মিছিলে দুর্ঘটনা! রথ টানার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। নিহতের পরিচয় যদিও এখনো জানা যায় নি। মৃতের সংখ্যা ১ হলেও এদিন রথ টানাকে কেন্দ্র করে ভিড়ের চাপে আহত হয়েছেন শতাধিক মানুষ। কমপক্ষে ৩০০ জনকে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫০ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ওড়িশার স্বাস্থ্য সচিব হাসপাতালে যান। ভগবান বলভদ্রের তালধ্বজা রথ টানার সময় ওই ভক্তের মৃত্যু হয় বলেই খবর। তাঁকে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, কার্ডিয়াক এরেস্ট নয়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর হৃৎস্পন্দন চলছিল। তাঁকে সিপিআর দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি৷

পুরীর গ্র্যান্ড রোড এর এই রাস্তা দিয়ে চলছিল রথ এবং ছিল অসংখ্য মানুষের ঢল। রথযাত্রার প্রথমে ছিল ভগবান বলভদ্রের রথটি। রবিবার বিকেলে পুরীতে ভগবান জগন্নাথের রথযাত্রা নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। প্রথমে তিন ঘণ্টার ‘পাহান্ডি’ আচার চলে। ‘জয় জগন্নাথ’ স্লোগান এবং শঙ্খধ্বনির মধ্য দিয়ে রথে আরোহণ করেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ রাজ্যের একাধিক মন্ত্রী আজ সেখানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন এমন এক দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জরুরী পরিষেবা চালু করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, সোমবারও রথ টানা অব্যাহত থাকবে ৷ আর এদিনের এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন- গ্রাহকদের ভরসা জোগাচ্ছে ইলেকট্রিক বাইকের সম্ভার

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version