রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে পথ দুর্ঘটনা ও তার ফলে ঘটা জীবনহানি অনেক কমেছে। এজন্য ওই কর্মসূচির বর্ষপূর্তিতে পুলিশ ট্রাফিক বিভাগ বিভিন্ন পুরসভা এবং পরিবহন দফতরকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এদিন একই রকম গুরুত্বের সঙ্গে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

Happy Safe Drive Save Life Day!
Safe Drive Save Life is a programme designed by us to promote road safety through greater enforcement, better engineering and equipment mobilization, and intensive awareness building.
Our concerted campaigns and exercises have significantly… pic.twitter.com/SZVtydywcw
— Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2024
মুখ্যমন্ত্রীর স্পষ্টবার্তা, পথ সচেতনতা নিয়ে অবহেলার কোনও জায়গা নেই। বর্ষার সময় বেশি পথ দুর্ঘটনা ঘটে। এজন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করতে হবে। কলকাতায় আলিপুর থেকে হাজরা পর্যন্ত অব্যবহৃত ট্রাম লাইন এর কারণে অনেক দুর্ঘটনা করতে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি পরিবহন দফতরকে নির্দেশ দেন।


আরও পড়ুন- আচমকা হৃদরোগে প্রয়াত ঊষা উত্থুপের স্বামী! মঙ্গলবার বিকেলে কলকাতায় শেষকৃত্য
