ফের উত্তপ্ত ভূস্বর্গ। এবার জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেনা (Indian Army) কনভয়ে হামলা। কনভয় লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাও। গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৫ জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জওয়ান। আহতদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সকলেই সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
হামলাকারী জঙ্গিদের ধরতে না নিকেশ করতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর (Indian Army) যানবাহন নিয়মিত টহলে ছিল। সেখানেই তখন হামলা হয়। প্রথমে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তারপর এলোপাথাড়ি গুলি চালায়। তার পাল্টা দেয় ভারতীয় জওয়ানরাও। হামলার পর গভীর জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা।
আরও পড়ুন: গো-মাংসের চোরাচালানের ছাড়পত্র মোদির মন্ত্রী শান্তনুর! বিএসএফের রিপোর্ট চাইল কেন্দ্র