Monday, December 22, 2025

‘পচা কল্যাণ’কে ধরে বিজেপিতে যাব কেন! মোক্ষম খোঁচা কুণালের, অডিও নিয়ে চ্যালেঞ্জ

Date:

Share post:

রাত পোহালেই মানিকতলা উপনির্বাচনের ভোটগ্রহণ। তার আগের দিন বিজেপি (BJP) প্রার্থী ও তৃণমূলের (TMC) আহ্বায়কের মোবাইল ফোনের কথোপকথন ঘিরে সরগরম রাজনৈতিক মহল। কুণাল ঘোষকে (Kunal Ghosh) ক্রীড়া জগতে জাতীয় বা রাজ্য স্তরে উচ্চ পদ দেওয়ার প্রলভন দেখিয়ে তৃণমূলে অন্তর্ঘাত করানোর প্রস্তাব দেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে (Kalyan Chowbey)! অডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেতা। এর পরেই সাংবাদিক বৈঠক করে বিজেপি প্রার্থী অভিযোগ করেন, তৃণমূল নেতা না কি বিজেপিতে যাওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর উত্তরে মোক্ষম খোঁচা দেন কুণাল। তীব্র তাচ্ছিল্য করে বলেন, ”পচা কল্যাণকে ধরে বিজেপিতে যাওয়া! প্রেস্টিজে লেগে যায়।” কুণাল জানান, তাঁর কাছে কল্যাণ চৌবের সঙ্গে কথপোকথনের সম্পূর্ণ অডিওটি আছে। আজ রাত আটটাতেই সেটি প্রকাশ করবেন কুণাল।

 

মঙ্গলবার দুপুর থেকেই কুণাল-কল্যাণের অডিও ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রথমে অডিও ফাঁস করে কুণাল অভিযোগ করেন, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে তাঁকে অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। কুণালকে (Kunal Ghosh) অন্তর্ঘাতের প্রস্তাব দেন বিজেপি প্রার্থী কল্যাণ। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব দেন। এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে বড় পদের প্রলভন দেওয়া হয়েছে মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষকে। এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এটি অত্যন্ত নিম্নরুচির কাজ বলে তোপ দাগেন কুণাল। এর কিছুক্ষণ পরে সাংবাদিক বৈঠক করে বিজেপি প্রার্থী অভিযোগ করেন, একমাসের মধ্যেই নাকি বিজেপিতে যোগদানের জন্য রাজ্যের বাইরে বৈঠকে বসবেন কুণাল ঘোষ। সেই কারণেই তাঁকে ফোন করেন কল্যাণ। একই সঙ্গে ফোনের অডিও-র কিছু অংশ তাঁর নয় বলেও দাবি করেন বিজেপি প্রার্থী। পাল্টা কুণাল চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ওই ফোনের কথপোকথন সিবিআই বা যে কোনও কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে পরীক্ষা করাতে পারেন কল্যাণ। কুণালের জানান, মঙ্গলবার রাত আটটায় সম্পূর্ণ অডিও টেপ প্রকাশ করবেন তিনি। সেখানে ধর্মেন্দ্র প্রসাদের প্রসঙ্গ নিয়ে কল্যাণ চৌবে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন বলে দাবি কুণালের।

এর পরেই ফের সাংবাদিক বৈঠক করে কল্যাণকে ধুয়ে দিলেন কুণাল ঘোষ। তিনি সরাসরি কল্যাণকে ‘নির্বোধ’ বলে আখ্যা দিয়ে বলেন, সত্যিই যদি তিনি বিজেপিতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে কল্যাণের প্রস্তাব উড়িয়ে অডিও প্রকাশ করলেন কেন! বিজেপি প্রার্থীকে তুলোধনা করে কুণাল জানান, তাঁর কাকা আইএএস অফিসার হিসেবে গুজরাটে উচ্চপদে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুণালকে চেনেন। সুতরাং বিজেপি-তে যাওয়ার হলে তাঁকে বারবার হেরে যাওয়া বিজেপি প্রার্থীকে ধরতে হবে না। কুণাল খোঁচা দিয়ে বলেন, ”আমার লেভেলটা ভাবুন। পচা কল্যাণকে ধরে বিজেপি যাবে কেন? প্রধানমন্ত্রী আমায় চেনেন। প্রাক্তন রাজ্য সভাপতি আমায় চেনেন। পচা কল্যাণকে ধরে বিজেপিতে যাওয়া! প্রেস্টিজে লেগে যায়।”








spot_img

Related articles

হুলিগানদের যোদ্ধা তকমা ইউনূসের! ভারতের উপর হামলার নিন্দায় হাসিনা

দেশে যে শক্তি একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারাই এখন ভারতীয় দূতাবাসে (Deputy High...

আজ নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা: বৈঠক বিএলএদের সঙ্গে

প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। প্রায় দু লক্ষ মানুষকে বিভিন্ন অসংগতির কারণে তথ্য যাচাই-এর শুনানিতে ডাকার সম্ভাবনা নির্বাচন...

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...