Friday, August 22, 2025

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের পিএইচডি ভর্তি স্থগিত! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

অনিবার্য কারণবশত আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (University of Burdwan) ইতিহাসের পিএইচডির কাউন্সিলিং স্থগিত। এই প্রবেশিকা পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করেন মাওবাদি নেতা অর্ণব দাম (Arnab Dam)। আজ তাঁরও কাউন্সেলিং ছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকালের জন্য কাউন্সিলিং স্থগিত রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুব স্বাভাবিকভাবেই নামী শিক্ষা প্রতিষ্ঠানের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অফিসিয়াল কোনও বিবৃতি না দেওয়া হলেও কানাঘুষো শোনা যাচ্ছে অর্ণবের কথা মাথায় রেখেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে!

শিলদা হামলায় (Silda attack) সাজাপ্রাপ্ত অর্ণব দাম এই মুহূর্তে হুগলির সংশোধনাগারে রয়েছেন। সেখান থেকেই গবেষণা করার ইচ্ছা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। মঙ্গলবার কাউন্সিলিং হওয়ার কথা ছিল। কিন্তু মনে করা হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে এই কাজের জন্য অন্তত ৬ মাস ক্লাস করা বাধ্যতামূলক, সে ক্ষেত্রে বন্দি অর্ণবের (Arnab Dam)পক্ষে বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করা সম্ভব কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের কারা দফতরকে চিঠি পাঠিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঠিক সেই কারণেই আপাতত কাউন্সিলিং স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদি ওই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর নিন্দার সরব হয়েছেন শিক্ষাবিদ সহ মানবাধিকার কর্মীদের একাংশ। তাঁদের কথায়, একজন দোষী যখন নিজের মেধা পরিশ্রমের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে এবং পরীক্ষা দিয়ে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সেখানে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের এই আচরণ যথেষ্ট নিন্দনীয়।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version