Friday, January 9, 2026

আজ ইউরো কাপের সেমিফাইনালে মুখোমুখি স্পেন-ফ্রান্স

Date:

Share post:

আজ থেকে শুরু ইউরো কাপের সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি স্পেন-ফ্রান্স। ইউরো সেমিফাইনালের আগে চোট ও কার্ড সমস্যায় জর্জরিত স্প্যানিশ শিবির। অধিনায়ক দানি কারভাহাল ও রবিন লে নরমাঁ কার্ড সমস্যার কারণে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না। সমস্যা আরও বেড়েছে চোট পেয়ে পেদ্রির টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। কোচ লুইস দে লা ফুয়েন্তে পেদ্রির অনুপস্থিতিতে ভরসা রাখছেন দুই তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের উপর।

তবে ১৬ বছর বয়সী ইয়ামালকে নিয়ে এক অদ্ভুত সমস্যায় পড়েছে স্প্যানিশ শিবির। জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী, নাবালকদের রাত ৮টার পর কাজ করানো বেআইনি। খেলোয়াড়দের ক্ষেত্রে এই সময়সীমা রাত ১১টা পর্যন্ত। এদিকে, ইউরোর অধিকাংশ ম্যাচই শুরু হচ্ছে স্থানীয় সময় রাত ৯টায়। শেষ হতে হতে রাত ১১টা পেরিয়ে যাচ্ছে। ফলে খেলা শেষ হওয়ার আগেই ইয়ামালকে তুলে নিতে বাধ্য হচ্ছেন ফুয়েন্তে। নইলে এক ম্যাচের জন্য ভারতীয় মু্দ্রায় প্রায় ২৭ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

সেমিফাইনালও শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। ফুয়েন্তে অবশ্য স্পষ্ট জানাচ্ছেন, ফ্রান্সের বিরুদ্ধে ইয়ামালকে পুরো সময়ই খেলাবেন। এর জন্য প্রয়োজনে জরিমানা দিতেও রাজি। তিনি বলছেন, ‘‘এটা ইউরো সেমিফাইনাল। তাই জরিমানা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ইয়ামালকে পুরো সময় খেলাতে চাই।’’ তবে কারভাহাল ও রবিনের শূন্যস্থান ভরাট করা যে কঠিন কাজ, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন স্প্যানিশ কোচ। তাঁর বক্তব্য, ‘‘ওরা দু’জনেই অভিজ্ঞ ডিফেন্ডার। তাই ওদের অনুপস্থিতিতে আমাকে রক্ষণ নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। তবে আমার ২৬ জনের স্কোয়াড নিয়ে ইউরো খেলতে এসেছি। তাই খুব একটা সমস্যা হবে না বলেই আমার ধারণা।’’

প্রতিপক্ষ শিবিরের সেরা অস্ত্র কিলিয়ান এমবাপের সম্পর্কে ফুয়েন্তের বক্তব্য, ‘‘এমবাপে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। ওকে কিছুতেই দৌড়ানোর জন্য ফাঁকা জায়গা দেওয়া চলবে না। কারণ সামান্য সুযোগ পেলেই ম্যাচ শেষ করে দিতে পারে। তবে মাস্ক পরে খেলতে ওর কিছুটা সমস্যা হচ্ছে।’’

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...