Sunday, November 9, 2025

তিস্তায় কি জল আছে, যে দেবে? গঙ্গা-তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলাদেশের সঙ্গে গঙ্গা ও তিস্তা জল বণ্টন চুক্তির বিষয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের সাংবাদিক বৈঠক থেকে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিস্তার জল বাংলাদেশকে দিয়ে দিলে আগামীতে উত্তরবঙ্গের মানুষ পানীয় জলও পাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

গঙ্গা-সহ বিভিন্ন নদীর ভাঙন নিয়ে এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন আমাদের না জানিয়ে আবার বলা হচ্ছে ফরাক্কা চুক্তি নবীকরণ হবে। কিন্তু, গঙ্গার চুক্তির বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর যে আলোচনা হল তা আমাকে জানানোই হল না! এটা খুবই দুর্ভাগ্যজনক। এর মধ্যেই আবার বলছে, তিস্তার জল দিয়ে দেবে। তিস্তায় কি জল আছে যে দেবে? বাংলাদেশকে তিস্তার জল দিলে বাংলার উত্তরবঙ্গের একটি মানুষও খাবার জল পাবে না।

কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, তিস্তায় এই সময় (বর্ষায়) যেমন জল থাকে তা গ্রীষ্মে থাকে না। এই সময় বর্ষার জল দেখে সবকিছু যেন বিবেচনা না করা হয়। মুখ্যমন্ত্রী সিকিমের বিষয় উল্লেখ করে বলেন, সিকিমে ১৪টি বাঁধ দিয়ে হাইড্রেল পাওয়ার করা হল। কেন্দ্র সরকারের দেখা উচিত ছিল। কেন্দ্র জানে, আমাদের দেশের জন্য সিকিম বর্ডার কতটা ভয়ানক। অরুণাচল বর্ডার কতটা ভয়ানক। কিন্তু কোনও মনিটরিং সিস্টেম নেই। অথচ, আমরা বারবার ইনফর্ম করেছি। কিন্তু তারা কোনও অ্যাকশন নেয়নি। যে কারণে বাংলার মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। আত্রেয়ী নদীর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আত্রেয়ী নদীতে বাংলাদেশ ও চিন মিলে যে বাঁধ দিয়েছে, সেটা করার সময়ও আমাদের জানানো হয়নি। যে কারণে রাজ্যের ওই অঞ্চলের বহু মানুষ খাবার জল পাচ্ছে না। সেখানে খাবার জলর সংকট তৈরি হয়েছে। আমি আমাদের প্রধানমন্ত্রীকে বিষয়টা অনেকবার বলেছি। আগে ইন্দো বাংলাদেশের মিটিংগুলোয় আমাকে ডাকা হত। সেখানে এই সমস্যার কথা আমি বারবার তুলে ধরেছি। তারপরেও সেখানে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন- কলকাতায় আয়োজিত হতে চলেছে ইন্ডপ্লাস ২৫, আইপিএফকে রাজ্যে স্বাগত শশীর

 

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...