Tuesday, November 11, 2025

‘অনার কিলিং’-এর আশঙ্কায় বাবা মায়ের বিরুদ্ধে আদালতে তরুণী

Date:

প্রেমের টানে ঘর ছাড়া তরুণীর আশঙ্কা যেকোনও মুহূর্তে বাবা মায়ের হাতে তিনি খুন হয়ে যেতে পারেন(Honor killing allegation)! তাই আদালতের দ্বারস্থ হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University student) পড়ুয়া। মামলার শুনানি চলাকালীন গোটা ঘটনায় বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)।

ইসলামপুরের বাসিন্দা দম্পতি মেয়ে কি অপহরণের অভিযোগ তুলে আদালতে মামলা করেন। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।তরুণীর বাবা-মায়ের অভিযোগ তাঁদের মেয়েকে জোর করে আটকে রাখা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে তরুণী ঘরছাড়া। পুলিশ এখনও তাঁকে উদ্ধার করতে পারেনি। আবেদনকারীদের এই অভিযোগের প্রেক্ষিতেই উঠে আসে পালটা অভিযোগ। এজলাসে হাজির হয়ে ওই তরুণী জানান নিজের আশঙ্কার কথা। বলেন প্রেম করে বিয়ে করায় বাড়ির লোক মানে তাঁর বাবা-মা তাঁকে খুন করতে পারেন। তিনি স্বেচ্ছায় প্রেমিকের হাত ধরেছেন। কেউ তাঁকে অপহরণ করেনি। বাবা মা নিজেদের সম্মান রক্ষায় সন্তানকে খুন করার মতো এরকম গুরুতর পালটা অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। উঠে আসে ‘অনার কিলিং’ তত্ত্ব।

মেয়েটি জানিয়েছেন যে এর মধ্যে তাঁর প্রেমিকের বাড়ি গিয়ে কার্যত হামলা করে তাঁর বাবা এবং অন্যরা। নৃশংসভাবে মারধর করা হয় বলেও অভিযোগ। সব শোনার পর বিচারপতি বলেন মেয়েটি তাঁর নিজের পছন্দের মানুষের সঙ্গে থাকতে পারেন । সেক্ষেত্রে পুলিশ তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি কোনও সমস্যা তৈরি হয় তাহলে তিনি আইনের সাহায্য নিতে পারেন।


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version