Saturday, August 23, 2025

‘অনার কিলিং’-এর আশঙ্কায় বাবা মায়ের বিরুদ্ধে আদালতে তরুণী

Date:

প্রেমের টানে ঘর ছাড়া তরুণীর আশঙ্কা যেকোনও মুহূর্তে বাবা মায়ের হাতে তিনি খুন হয়ে যেতে পারেন(Honor killing allegation)! তাই আদালতের দ্বারস্থ হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University student) পড়ুয়া। মামলার শুনানি চলাকালীন গোটা ঘটনায় বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)।

ইসলামপুরের বাসিন্দা দম্পতি মেয়ে কি অপহরণের অভিযোগ তুলে আদালতে মামলা করেন। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।তরুণীর বাবা-মায়ের অভিযোগ তাঁদের মেয়েকে জোর করে আটকে রাখা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে তরুণী ঘরছাড়া। পুলিশ এখনও তাঁকে উদ্ধার করতে পারেনি। আবেদনকারীদের এই অভিযোগের প্রেক্ষিতেই উঠে আসে পালটা অভিযোগ। এজলাসে হাজির হয়ে ওই তরুণী জানান নিজের আশঙ্কার কথা। বলেন প্রেম করে বিয়ে করায় বাড়ির লোক মানে তাঁর বাবা-মা তাঁকে খুন করতে পারেন। তিনি স্বেচ্ছায় প্রেমিকের হাত ধরেছেন। কেউ তাঁকে অপহরণ করেনি। বাবা মা নিজেদের সম্মান রক্ষায় সন্তানকে খুন করার মতো এরকম গুরুতর পালটা অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। উঠে আসে ‘অনার কিলিং’ তত্ত্ব।

মেয়েটি জানিয়েছেন যে এর মধ্যে তাঁর প্রেমিকের বাড়ি গিয়ে কার্যত হামলা করে তাঁর বাবা এবং অন্যরা। নৃশংসভাবে মারধর করা হয় বলেও অভিযোগ। সব শোনার পর বিচারপতি বলেন মেয়েটি তাঁর নিজের পছন্দের মানুষের সঙ্গে থাকতে পারেন । সেক্ষেত্রে পুলিশ তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি কোনও সমস্যা তৈরি হয় তাহলে তিনি আইনের সাহায্য নিতে পারেন।


Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version