রাজ্যের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই। বুধবার, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর সেই সঙ্গেই স্বস্তিতে রাজ্য সরকার। কারণ, সন্দেশখালি নিয়ে তদন্তে ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। কয়েকদিন আগেই সন্দেশখালি মামলার তদন্ত CBI চালিয়ে যেতে পারবে বলেই জানায় শীর্ষ আদালত। কিন্তু এদিন, বিচারপতি বিআর গভাইয়ের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, এক্ষেত্রে তদন্তে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে।
৮ মে এই সংক্রান্ত মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। এদিনের নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যেমন ধাক্কা, তেমন স্বস্তি রাজ্যের। আগামী ১৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি। সেদিন ফের দুপক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট।