Monday, August 25, 2025

বন্ধ করুন অগ্নিবীর প্রকল্প, বিরোধী দলনেতার কাছে আর্জি শহিদের মায়ের

Date:

লোকসভা নির্বাচনে বিজেপির অগ্নিবীর প্রকল্প যে অনেকটাই প্রভাব ফেলেছে তার প্রমাণ উত্তরের রাজ্যগুলিতে বিজেপির খারাপ ফলাফল। নির্বাচনের পরে সরকার গঠন হওয়ার পরেও দেখা গিয়েছে এই প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নেমে প্রতিবাদ করেছেন উত্তরপ্রদেশ, বিহারের যুবকরা। এবার এই প্রকল্পের বিরুদ্ধে সরব হলেন শহিদ অংশুমান সিংয়ের মা মঞ্জু সিং। এমনকি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সরকারের কাছে এই দাবি রাখারও আবেদন জানান তিনি।

রাষ্ট্রপতির হাত থেকে শহিদ ছেলের মণরোত্তর কীর্তিচক্র উপাধি গ্রহণ করতে গিয়ে সকলের নজর কেড়েছিলেন মঞ্জু সিং। পুত্রবধূ স্মৃতি সিংয়ের সমর্থনে বহু মানুষ দেশের জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু কেন্দ্রের সরকারই যে দেশের সেনা ও তাঁদের পরিবারের পাশে নেই, তা বুঝিয়ে দিলেন শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মা মঞ্জু সিং। তাঁর দাবি, “কেন্দ্রের সরকারের কাছে হাতজোড় করে অনুরোধ করব অগ্নিবীর প্রকল্প বন্ধ করার জন্য। এটা মাত্র চার বছরের জন্য যা ঠিক নয়। অবসরভাতা, ক্যান্টিন এবং অন্যান্য সুবিধা যা সেনা জওয়ানরা পান তা তাঁদের জন্য বহাল থাকা উচিত। একটি জওয়ানের পরিবারকে অনেক মানসিক ও শারীরিক ধকলের মধ্যে দিয়ে যেতে হয়।”

রাষ্ট্রপতি ভবনে খেতাব নিতে যাওয়ার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফোন নম্বর সংগ্রহ করেছিলেন মঞ্জুদেবীর। এরপর মঙ্গলবার তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। তাঁর দাবি, ছেলের সুকর্মের জন্যই তাঁর এই সৌভাগ্য হয়েছে। সেখানেও তিনি এই প্রকল্প বন্ধ করার অনুরোধ জানান। উত্তরে রাহুল গান্ধীও সরকারের কাছে এই প্রকল্প বন্ধের সব রকম দাবি জানানোর প্রতিশ্রুতি দেন, বলে জানান মঞ্জুদেবী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version