Thursday, August 21, 2025

মোবাইল চোর সন্দেহে ফের সিউড়িতে গণপিটুনি! পুলিশি তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের

Date:

স্থানীয় একটি দোকান থেকে মোবাইল (Mobile) চুরির অভিযোগ! আর সেই সন্দেহেই অপরিচিত এক যুবককে গণপিটুনির অভিযোগে অশান্ত হয়ে উঠল বীরভূমের (Birbhum) সিউড়ি (Suri)। পুলিশ সূত্রে খবর, বীরভূমের (Birbhum) সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়ার পোস্ট অফিস পাড়ায় উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করছিল অপরিচিত ওই যুবক। পরে তার কথায় অসঙ্গতি মেলায় শুরু হয় গণপিটুনি। জানা গিয়েছে, একটি পোস্টে বেঁধে ওই যুবককে বেধড়ক মারধর করে স্থানীয়রা। যদিও খবর পেয়েই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর।

তবে মঙ্গলবার রাতে এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অনুমান, একটি দোকান থেকে মোবাইল চুরির ঘটনায় ওই যুবক জড়িত ছিলেন। তাকে একাধিকবার সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও এই বিষয়ে মুখ খোলেনি সে। পরে অসংলগ্ন কথাবার্তায় স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধতেই ওই যুবককে বেধড়ক মারধর শুরু হয়। পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ, দিন সাতেক আগে এলাকারই একটি দোকান থেকে হাওয়া হয়ে যায় মোবাইল। আচমকা কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে সবার মনেই উঠতে শুরু করেছিল প্রশ্ন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ওই যুবককে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এরপরই ওই যুবককে মোবাইল চোর সন্দেহে পোস্টে বেঁধে গণপিটুনির অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। তবে স্থানীয়দের মতে, ওই যুবক এলাকারই বাসিন্দাই নয়। তাকে আগে কখনওই ওই এলাকায় দেখাও যায়নি। আর তারপরই মঙ্গলবার রাতে ওই যুবককে বেধড়ক পেটায় স্থানীয়রা। তবে এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ।

উল্লেখ্য, গত রবিবার রাতেই ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল বছর পঞ্চাশের এক ব্যক্তির। তাঁকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়দের দাবি, রাতে নিরাপত্তারক্ষী থাকা থাকা সত্ত্বেও বিগত কয়েকদিন ধরেই ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version