Tuesday, November 4, 2025

মোবাইল চোর সন্দেহে ফের সিউড়িতে গণপিটুনি! পুলিশি তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের

Date:

স্থানীয় একটি দোকান থেকে মোবাইল (Mobile) চুরির অভিযোগ! আর সেই সন্দেহেই অপরিচিত এক যুবককে গণপিটুনির অভিযোগে অশান্ত হয়ে উঠল বীরভূমের (Birbhum) সিউড়ি (Suri)। পুলিশ সূত্রে খবর, বীরভূমের (Birbhum) সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়ার পোস্ট অফিস পাড়ায় উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করছিল অপরিচিত ওই যুবক। পরে তার কথায় অসঙ্গতি মেলায় শুরু হয় গণপিটুনি। জানা গিয়েছে, একটি পোস্টে বেঁধে ওই যুবককে বেধড়ক মারধর করে স্থানীয়রা। যদিও খবর পেয়েই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর।

তবে মঙ্গলবার রাতে এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অনুমান, একটি দোকান থেকে মোবাইল চুরির ঘটনায় ওই যুবক জড়িত ছিলেন। তাকে একাধিকবার সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও এই বিষয়ে মুখ খোলেনি সে। পরে অসংলগ্ন কথাবার্তায় স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধতেই ওই যুবককে বেধড়ক মারধর শুরু হয়। পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ, দিন সাতেক আগে এলাকারই একটি দোকান থেকে হাওয়া হয়ে যায় মোবাইল। আচমকা কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে সবার মনেই উঠতে শুরু করেছিল প্রশ্ন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ওই যুবককে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এরপরই ওই যুবককে মোবাইল চোর সন্দেহে পোস্টে বেঁধে গণপিটুনির অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। তবে স্থানীয়দের মতে, ওই যুবক এলাকারই বাসিন্দাই নয়। তাকে আগে কখনওই ওই এলাকায় দেখাও যায়নি। আর তারপরই মঙ্গলবার রাতে ওই যুবককে বেধড়ক পেটায় স্থানীয়রা। তবে এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ।

উল্লেখ্য, গত রবিবার রাতেই ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল বছর পঞ্চাশের এক ব্যক্তির। তাঁকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়দের দাবি, রাতে নিরাপত্তারক্ষী থাকা থাকা সত্ত্বেও বিগত কয়েকদিন ধরেই ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা।

Related articles

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...
Exit mobile version