Thursday, January 1, 2026

মাত্র ২ ঘণ্টায় ৭ লক্ষ কোটি টাকার ক্ষতি! শেয়ার বাজার খুলতেই বড় লোকসান বিনিয়োগকারীদের

Date:

Share post:

শেয়ার বাজারে (Share Market) রক্তক্ষরণ অব্যহত। বুধবার বাজার খুলতেই মাত্র দুঘণ্টার মধ্যেই ৭ লক্ষ কোটি টাকা খুইয়ে রীতিমতো মাথায় হাত বিনিয়োগকারীদের। লোকসভা নির্বাচনের (Loksabha Election) ধাক্কা কাটিয়ে একাধিকবার রেকর্ড গড়ছে শেয়ার বাজার। এরপর সবকিছু ঠিকঠাক চললেও বুধবার সকালেই ফের মুখ থুবড়ে পড়ল বিনিয়োগের বাজার। উল্লেখ্য, চলতি মাসেই কেন্দ্রীয় বাজেট ঘোষণা, বিশেষজ্ঞদের মতে বাজেট ঘোষণার পরই ফের শেয়ার বাজার ফুলেফেঁপে উঠতে পারে।

এদিন শেয়ার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ৯০০ পয়েন্ট নামে সেনসেক্সের সূচক। অন্যদিকে, পাল্লা দিয়ে ২৫৯ পয়েন্ট নেমেছে নিফটিও। স্বাভাবিকভাবেই বাজারের এমন খামখেয়ালিপনায় মাথা খারাপ হওয়ার জোগাড় বিনিয়োগকারীদের। উল্লেখ্য, মঙ্গলবারই সর্বকালীন রেকর্ড গড়ে ৮০, ৩১৫তে থেমেছিল সেনসেক্সের সূচক। কিন্তু বুধবার বাজার খোলার পর তা আরও ১০০ পয়েন্ট বেড়ে নয়া রেকর্ড গড়ে। তবে এরপরই আচমকা পতন ঘটে বাজারে। এদিন সকাল ১১টা নাগাদ ৯০০ পয়েন্ট নেমে গিয়ে সেনসেক্স থামে ৭৯,৪৪৬-তে। পাশাপাশি এদিন পাল্লা দিয়ে নামে নিফটিও। সকালে বাজার খুলতেই মাত্র ২৬ পয়েন্ট বেড়েই আচমকা নিচের দিকে নামতে থাকে বাজার। শেষমেশ ২৪,১৭৩ পয়েন্টে এসে থামে নিফটি।

তবে বুধবার এই বড়সড় ধাক্কার জেরে মাত্র ২ ঘণ্টায় ৭.৩৮ লক্ষ কোটি টাকার ক্ষতি হয় বিনিয়োগকারীদের। তার জেরেই রক্তাক্ত হয়ে ওঠে শেয়ার বাজার। তবে এদিন বাজারে মুখ থুবড়ে পড়লেও মুনাফার মুখ দেখেছে কিছু শেয়ার। এদিন সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে রেল বিকাশ নিগম, রাজেশ এক্সপোর্টস, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস, ফাইভ স্টার বিজনেস ফিনান্স, হোম ফার্স্ট ফিনান্স কোম্পানি ইন্ডিয়া, রেমন্ড, মেট্রো ব্র্যান্ডস, ব্রিগেড এন্টারপ্রাইজেস, হোনাসা কনজিউমার, চোলামন্ডলম ফিনান্সিয়াল হোল্ডিংস, ম্যানকাইন্ড ফার্মা, মারুতি সুজুকি ইন্ডিয়া-সহ একাধিক শেয়ারে। পাশাপাশি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার, দ্য ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস ত্রাবাঙ্কোর, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, হিন্দুস্তান কপার, ভারত ডায়নামিক্স, বম্বে বার্মা ট্রেডিং কর্পোরেশন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, ব্লু স্টারের শেয়ারে বড়সড় পতন অব্যাহত।

spot_img

Related articles

বর্ষবরণের রাতে রায়গঞ্জে নিহত তৃণমূল নেতা, গ্রেফতার ২

বর্ষবরণের রাতে প্রাণ হারালেন তৃণমূল নেতা (TMC Leader)। গুলি বিদ্ধ হয়ে প্রাণ হারালেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূলের সহ-সভাপতি...

প্রশ্ন করায় অশ্রাব্য গালিগালাজ কৈলাসের! সাংবাদিককের সাহসের প্রশংসা অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে...

SIR শুনানি আতঙ্ক অব্যাহত: নতুন বছরের শুরুতেই গেল দুই প্রাণ

দেশের নাগরিক হয়েও প্রমাণ করতে হচ্ছে নাগরিকত্ব। দিন আনা দিন খাওয়া বাংলার মানুষের উপর কেন্দ্রের সরকারের চাপ অব্যাহত।...

মুখোশের আড়ালে বিরুষ্কা! বর্ষবরণে বিদেশে ধোনি, শুভেচ্ছা সৌরভ-মিতালিদের

বিদায় ২০২৫, স্বাগত ২০২৬। নতুন স্বপ্ন, নতুন আশাকে সঙ্গী করেই সূচনা ইংরেজি নববর্ষের(New Year 2026)।  পরিবারকে সঙ্গে নিয়েই...