Saturday, November 1, 2025

মাত্র ২ ঘণ্টায় ৭ লক্ষ কোটি টাকার ক্ষতি! শেয়ার বাজার খুলতেই বড় লোকসান বিনিয়োগকারীদের

Date:

Share post:

শেয়ার বাজারে (Share Market) রক্তক্ষরণ অব্যহত। বুধবার বাজার খুলতেই মাত্র দুঘণ্টার মধ্যেই ৭ লক্ষ কোটি টাকা খুইয়ে রীতিমতো মাথায় হাত বিনিয়োগকারীদের। লোকসভা নির্বাচনের (Loksabha Election) ধাক্কা কাটিয়ে একাধিকবার রেকর্ড গড়ছে শেয়ার বাজার। এরপর সবকিছু ঠিকঠাক চললেও বুধবার সকালেই ফের মুখ থুবড়ে পড়ল বিনিয়োগের বাজার। উল্লেখ্য, চলতি মাসেই কেন্দ্রীয় বাজেট ঘোষণা, বিশেষজ্ঞদের মতে বাজেট ঘোষণার পরই ফের শেয়ার বাজার ফুলেফেঁপে উঠতে পারে।

এদিন শেয়ার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ৯০০ পয়েন্ট নামে সেনসেক্সের সূচক। অন্যদিকে, পাল্লা দিয়ে ২৫৯ পয়েন্ট নেমেছে নিফটিও। স্বাভাবিকভাবেই বাজারের এমন খামখেয়ালিপনায় মাথা খারাপ হওয়ার জোগাড় বিনিয়োগকারীদের। উল্লেখ্য, মঙ্গলবারই সর্বকালীন রেকর্ড গড়ে ৮০, ৩১৫তে থেমেছিল সেনসেক্সের সূচক। কিন্তু বুধবার বাজার খোলার পর তা আরও ১০০ পয়েন্ট বেড়ে নয়া রেকর্ড গড়ে। তবে এরপরই আচমকা পতন ঘটে বাজারে। এদিন সকাল ১১টা নাগাদ ৯০০ পয়েন্ট নেমে গিয়ে সেনসেক্স থামে ৭৯,৪৪৬-তে। পাশাপাশি এদিন পাল্লা দিয়ে নামে নিফটিও। সকালে বাজার খুলতেই মাত্র ২৬ পয়েন্ট বেড়েই আচমকা নিচের দিকে নামতে থাকে বাজার। শেষমেশ ২৪,১৭৩ পয়েন্টে এসে থামে নিফটি।

তবে বুধবার এই বড়সড় ধাক্কার জেরে মাত্র ২ ঘণ্টায় ৭.৩৮ লক্ষ কোটি টাকার ক্ষতি হয় বিনিয়োগকারীদের। তার জেরেই রক্তাক্ত হয়ে ওঠে শেয়ার বাজার। তবে এদিন বাজারে মুখ থুবড়ে পড়লেও মুনাফার মুখ দেখেছে কিছু শেয়ার। এদিন সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে রেল বিকাশ নিগম, রাজেশ এক্সপোর্টস, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস, ফাইভ স্টার বিজনেস ফিনান্স, হোম ফার্স্ট ফিনান্স কোম্পানি ইন্ডিয়া, রেমন্ড, মেট্রো ব্র্যান্ডস, ব্রিগেড এন্টারপ্রাইজেস, হোনাসা কনজিউমার, চোলামন্ডলম ফিনান্সিয়াল হোল্ডিংস, ম্যানকাইন্ড ফার্মা, মারুতি সুজুকি ইন্ডিয়া-সহ একাধিক শেয়ারে। পাশাপাশি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার, দ্য ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস ত্রাবাঙ্কোর, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, হিন্দুস্তান কপার, ভারত ডায়নামিক্স, বম্বে বার্মা ট্রেডিং কর্পোরেশন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, ব্লু স্টারের শেয়ারে বড়সড় পতন অব্যাহত।

spot_img

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...