Saturday, May 3, 2025

মাত্র ২ ঘণ্টায় ৭ লক্ষ কোটি টাকার ক্ষতি! শেয়ার বাজার খুলতেই বড় লোকসান বিনিয়োগকারীদের

Date:

শেয়ার বাজারে (Share Market) রক্তক্ষরণ অব্যহত। বুধবার বাজার খুলতেই মাত্র দুঘণ্টার মধ্যেই ৭ লক্ষ কোটি টাকা খুইয়ে রীতিমতো মাথায় হাত বিনিয়োগকারীদের। লোকসভা নির্বাচনের (Loksabha Election) ধাক্কা কাটিয়ে একাধিকবার রেকর্ড গড়ছে শেয়ার বাজার। এরপর সবকিছু ঠিকঠাক চললেও বুধবার সকালেই ফের মুখ থুবড়ে পড়ল বিনিয়োগের বাজার। উল্লেখ্য, চলতি মাসেই কেন্দ্রীয় বাজেট ঘোষণা, বিশেষজ্ঞদের মতে বাজেট ঘোষণার পরই ফের শেয়ার বাজার ফুলেফেঁপে উঠতে পারে।

এদিন শেয়ার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ৯০০ পয়েন্ট নামে সেনসেক্সের সূচক। অন্যদিকে, পাল্লা দিয়ে ২৫৯ পয়েন্ট নেমেছে নিফটিও। স্বাভাবিকভাবেই বাজারের এমন খামখেয়ালিপনায় মাথা খারাপ হওয়ার জোগাড় বিনিয়োগকারীদের। উল্লেখ্য, মঙ্গলবারই সর্বকালীন রেকর্ড গড়ে ৮০, ৩১৫তে থেমেছিল সেনসেক্সের সূচক। কিন্তু বুধবার বাজার খোলার পর তা আরও ১০০ পয়েন্ট বেড়ে নয়া রেকর্ড গড়ে। তবে এরপরই আচমকা পতন ঘটে বাজারে। এদিন সকাল ১১টা নাগাদ ৯০০ পয়েন্ট নেমে গিয়ে সেনসেক্স থামে ৭৯,৪৪৬-তে। পাশাপাশি এদিন পাল্লা দিয়ে নামে নিফটিও। সকালে বাজার খুলতেই মাত্র ২৬ পয়েন্ট বেড়েই আচমকা নিচের দিকে নামতে থাকে বাজার। শেষমেশ ২৪,১৭৩ পয়েন্টে এসে থামে নিফটি।

তবে বুধবার এই বড়সড় ধাক্কার জেরে মাত্র ২ ঘণ্টায় ৭.৩৮ লক্ষ কোটি টাকার ক্ষতি হয় বিনিয়োগকারীদের। তার জেরেই রক্তাক্ত হয়ে ওঠে শেয়ার বাজার। তবে এদিন বাজারে মুখ থুবড়ে পড়লেও মুনাফার মুখ দেখেছে কিছু শেয়ার। এদিন সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে রেল বিকাশ নিগম, রাজেশ এক্সপোর্টস, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস, ফাইভ স্টার বিজনেস ফিনান্স, হোম ফার্স্ট ফিনান্স কোম্পানি ইন্ডিয়া, রেমন্ড, মেট্রো ব্র্যান্ডস, ব্রিগেড এন্টারপ্রাইজেস, হোনাসা কনজিউমার, চোলামন্ডলম ফিনান্সিয়াল হোল্ডিংস, ম্যানকাইন্ড ফার্মা, মারুতি সুজুকি ইন্ডিয়া-সহ একাধিক শেয়ারে। পাশাপাশি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার, দ্য ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস ত্রাবাঙ্কোর, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, হিন্দুস্তান কপার, ভারত ডায়নামিক্স, বম্বে বার্মা ট্রেডিং কর্পোরেশন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, ব্লু স্টারের শেয়ারে বড়সড় পতন অব্যাহত।

Related articles

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...
Exit mobile version