Saturday, May 3, 2025

বাগদায় উত্তেজনা, ভোট গ্রহণ কেন্দ্রে অশান্তি পাকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

উত্তর ২৪ পরগনার বাগদা (Bagda) বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণ উপনির্বাচনে গন্ডগোল পাকানোর অভিযোগ বিজেপি প্রার্থীর (BJP candidate) বিরুদ্ধে। সূত্রের খবর গাদপুকুর এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন পদ্মপ্রার্থী বিনয় বিশ্বাস (Binay Biswas)। শুধু তাই নয় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ভুয়ো ভোটার অপবাদ দিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ। এরপরই তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদ করতে গেলে বচসা সৃষ্টি হয়। দু পক্ষের হাতাহাতিতে গাড়ি ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মানিকতলা (Maniktala) বিধানসভা কেন্দ্রেও সেই একই ছবি। সচিত্র পরিচয় পত্র নিয়ে দাঁড়িয়ে থাকা ভোটারদের ‘ভুয়ো’ বলে দাবি করেন বিজেপি প্রার্থী কল্যান চৌবে। এরপরই স্থানীয়রা নিজেদের ভোটার এবং আধার কার্ড দেখিয়ে গেরুয়া প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেয়। রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সবমিলিয়ে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি রাজ্যের চার উপনির্বাচন কেন্দ্রে।

 

এদিন সকাল থেকেই ভোটদানের হার বেশ কিছুটা কম। সকাল ১১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ২৪.২৫ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ, রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ, বাগদায় ২২.৬৩ শতাংশ এবং মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে। সকাল ১১:৩০ পর্যন্ত নির্বাচন কমিশনে ২৬ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে ২০ এসেছে রানাঘাট থেকে।

ভোটের আগের রাতে রানাঘাট (Ranaghat) দক্ষিণের পায়রাডাঙায় দুষ্কৃতী হামলার ঘটনায় সকাল থেকে উত্তপ্ত এলাকা। বাড়ি ভাঙচুর থেকে শুরু করে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর মিলেছে।


Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version