Monday, August 25, 2025

জামানত বাজেয়াপ্ত সময়ের অপেক্ষা! ভোটের দিনেও “বেপাত্তা” চার কেন্দ্রের বাম-কংগ্রেস প্রার্থীরা!

Date:

উপনির্বাচন হলেও সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ, বুধবার সকাল থেকেই উৎসবের মেজাজে ভোট চলছে রাজ্যের চার কেন্দ্রে। প্রচারের মতো ভোটের দিনও মাঠে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কোথাও কোনও সমস্যা দেখলেই ছুটে যাচ্ছেন তৃণমূলের প্রার্থীরা। বুথে বুথে দৌড়তে দেখা যাচ্ছে প্রধান বিরোধী বিজেপি প্রার্থীদেরও। কিন্তু খাতায় কলমে প্রার্থী থাকলেও আজ ভোটের দিন কার্যত বেপাত্তা বাম ও কংগ্রেস প্রার্থীরা (Left Congress Alliance)। প্রচার পর্বেও যেমন খুঁজে পাওয়া যায়নি বাম-কংগ্রেস প্রার্থীদের, একইভাবে ভোটের দিনও নিখোঁজ তাঁরা।

চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের জন্য একটি আসন ছেড়ে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। তবে জোট হিসেবে তিনটি কেন্দ্রে লড়ছে বাম-কংগ্রেস (Left Congress Alliance) মানিকতলা বিধানসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থী রাজীব মজুমদারকে সমর্থন করেছে কংগ্রেস। রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে জোট প্রার্থী সিপিএমের অরিন্দম বিশ্বাস। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তকে সমর্থন দিয়েছে বামেরা। তবে বাগদায় বাম শরিক ফরওয়ার্ড ব্লক গৌরাদিত্য বিশ্বাসকে প্রার্থী করলেও, সেখানে কংগ্রেস অশোক হালদারকে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে তিন আসনে ত্রিমুখী লড়াই হলেও, বাগদায় খাতায় কলমে চতুর্মুখী লড়াই।

তবে চারটি কেন্দ্রে নামমাত্র প্রার্থী দিয়েছে বাম-কংগ্রেস। ভোটের দিন প্রার্থীদের কোথাও কোনও অস্তিত্ব নেই। প্রার্থীদের বুথে বুথে দৌড়ঝাঁপ নেই। সুতরাং, লড়াই সীমাবদ্ধ সেই বিজেপি আর তৃণমূলের মধ্যে। ফলে ১৩ জুলাই উপনির্বাচনে ফলাফল ঘোষণার আগেই বলা যেতে পারে ময়দান ছেড়ে পালানো বাম-কংগ্রেস প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত শুধু সময়ের অপেক্ষা!

আরও পড়ুন: বাগদায় উত্তেজনা, ভোট গ্রহণ কেন্দ্রে অশান্তি পাকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

 

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version