আট বছরের বালিকাকে গণধর্ষণ করে খুন। দেহ ফেলা হল খালে। আর যারা অভিযুক্ত তারা ক্লাস সিক্স-সেভেনের পড়ুয়া। অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) ঘটনায় শিউরে উঠছে দেশ। অভিযোগ, আট বছরের এক পড়ুয়াকে গণধর্ষণের পর তার দেহ খালে ছুড়ে ফেলে তিনকিশোর। শিশুটির দেহের খোঁজে তল্লাশি চলাচ্ছে পুলিশ (Police)।
তিন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ধর্ষণ এবং খুনের বিষয়টি স্বীকার করে নেয় তিন কিশোর। পুলিশকে তারা জানায়, বালিকাকে পার্কে একা খেলতে দেখে তার সঙ্গে আলাপ জমায়। তার পর মুছুমারি বাঁধের কাছে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বালিকাকে ধর্ষণ করে। পর বালিকার অবস্থা থেকে ধরা পড়ে যাওয়ার ভয়ে খুন করে এবং দেহ খালের জলে ফেলে দেয়। এখনও বালিকার দেহ মেলেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) আট বছরের কন্যাকে গণধর্ষণ ও আর সেই ঘটনায় অভিযুক্তদের বয়স ১২-১৩! ঘটনায় স্তম্ভিত সবমহল।