Monday, August 25, 2025

তীর্থযাত্রীদের জন্য সুখবর! দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বদ্রীনাথ, আটকে বহু 

Date:

তীর্থযাত্রীদের (Devotee ) জন্য সুখবর! প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সাময়িক বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে ফের খুলল বদ্রীনাথ হাইওয়ে (Badrinath Highway)। দিনকয়েক আগেই প্রবল বৃষ্টির তোড়ে ধসের কারণে উত্তরাখণ্ডের (uttarakhand) ২৬০টির বেশি রাস্তা বন্ধ হয়ে যায়। প্রায় ৪৮ ঘণ্টা ধরে হাজার হাজার তীর্থযাত্রী প্রবল বৃষ্টি ও ধসের কবলে পড়ে আটকে পড়েছিলেন। যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রাস্তা।

গত ৯ জুলাই থেকে এই জায়গাটি ধসে অবরুদ্ধ হয়েছিল। বিআরও কর্মীদের অদম্য চেষ্টার ফলে প্রায় ৫৮ ঘণ্টা পর ২০০ তীর্থযাত্রীকে এদিন সকালে হাঁটিয়ে ওই দুর্গম এলাকা পার করিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, এদিন বাকি অংশও পরিষ্কার করে গাড়ি চলাচলের উপযুক্ত করে তোলা হবে। তবে তা নির্ভর করছে বৃষ্টিপাতের পরিমাণের উপর। স্থানীয়ভাবে এখানে কাজের অগ্রগতি হলেও বদ্রীনাথ-হৃষিকেশ জাতীয় সড়কের কোনও উন্নতি হয়নি। চামোলি জেলার লাঙ্গসি, পাগলনালা, পিপলকোটিতে ধস এখনও থামেনি। বৃহস্পতিবার সকালে বর্ডার রোডস অর্গানাইজেশন ধস সরিয়ে রাস্তা স্বাভাবিক করে। চামোলির ভানেরপানিতেও এদিন সকালে বদ্রীনাথ জাতীয় সড়কের একাংশ খুলে দেওয়া হয়েছে। সবমিলিয়ে জাতীয় সড়কের কয়েকটি অংশ খুলে দেওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন কেদার-বদ্রীসহ চারধাম যাত্রীরা।

 

তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকহাজার তীর্থযাত্রী এখনও আটকে রয়েছেন। ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যুর খবরও মিলেছে। আরেকটি সূত্রে জানা গিয়েছে, পাতালগঙ্গায় রাস্তা খুলে দেওয়া গেলেও জোশিমঠের সর্বত্র বিশেষত পাতালগঙ্গা লাঙ্গসি সুড়ঙ্গ এখনও অবরুদ্ধ হয়ে পড়েছে।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version