Friday, November 14, 2025

ভাইরাল হতে ফুলশয্যার ভ্লগ! সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার নবদম্পতির

Date:

‘গোপন কথাটি রবে না গোপনে’, অনলাইন দুনিয়ায় নিজেদের হাসি কান্নার সুখ দুঃখের সব একান্ত আপন মুহূর্ত শেয়ার করে নেওয়ার, সমাজমাধ্যমে তুলে ধরার যে ট্রেন্ড শুরু হয়েছে তাতে নয়া সংযোজন ফুলশয্যার ভিডিও! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যা কিছু এতদিন গোপনীয়তার আড়ালে ছিল এবার তাকে প্রকাশ্যে নিয়ে এসে ভাইরাল হলেন নব দম্পতি। ৩১ সেকেন্ডের ভিডিওতে বিয়ের প্রথম রাত নিয়ে আলোচনায় মত্ত যুবক-যুবতী। তাঁদের পোশাক দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে বিছানায় ছড়ানো গোলাপের পাপড়ির মতোই বিয়ের সুগন্ধে মজে রয়েছেন যুগলে। কিন্তু তাই বলে এইভাবে ব্যক্তিগত মুহূর্ত নিয়ে সমাজমাধ্যমে আলোচনা করা যায়? সোশ্যাল মিডিয়া (Social media) জুড়ে মিশ্র প্রতিক্রিয়া।

ভাইরাল হওয়ার নেশায় ভ্লগারদের নানা কীর্তি অনলাইন দুনিয়ায় সকলের সামনে এসেছে। কারোর প্রেমিকা বা স্ত্রীকে চুম্বনের ভিডিও তো কেউ আবার স্ত্রীকে কাতুকুতু দিয়ে আদর করার মুহূর্ত তুলে ধরেছেন। এই ধরনের ভ্লগ যে লক্ষ লক্ষ ভিউ পেয়ে ভাইরাল হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাই বলে বিবাহ বাসর বা ফুলশয্যার মত এতটা ব্যক্তিগত মুহূর্তকে সকলের সামনে এতটা খোলামেলা ভাবে আলোচনা করা ভাল চোখে দেখছেন না নেটদুনিয়ার বাসিন্দারা। ভাইরাল ভিডিওতে নবদম্পতির ব্যক্তিগত আলোচনায় বর কনেকে জিজ্ঞাসা করছেন বিয়ের প্রথম রাত নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। নববধূর উত্তর থেকে শুরু করে বরের কার্যকলাপ যথেষ্ট আপত্তিকর বলেই মন্তব্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের। কেউ লিখছেন, ‘আর বাকি কী রইল’। কেউ লিখছেন, ‘জানলা দরজা খুলে সবটা জনসমক্ষে নিয়ে আসাটা এখন আর কোন ব্যাপার নয়’। সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনার শিকার ওই দম্পতি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version