Thursday, May 22, 2025

অনন্তের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগেই শরদ-উদ্ধব- অখিলেশের সঙ্গে বৈঠক মমতার

Date:

Share post:

মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্তের সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবারই মুম্বই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই জোট শরিক নেতা শরদ পাওয়ার (Sharad Pawar), উদ্ধব ঠাকরে (Uddhav Thakarey) ও অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটের (Loksabha Election) পর এটাই হবে জোট শরিক নেতাদের সঙ্গে মমতার প্রথম বৈঠক। তবে শুধু উদ্ধব, শরদ, অখিলেশই নন, এই সফরে মমতার সঙ্গে দেখা হতে পারে আরও বহু নেতার সঙ্গে। আম্বানি বাড়ির বিয়েতে মমতা ছাড়াও উপস্থিত থাকবেন আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। এমনকী স্বয়ং সোনিয়া গান্ধী-সহ গান্ধী পরিবারও আমন্ত্রিত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে।

সংসদের বাজেট অধিবেশনের আগে INDIA-র গুরুত্বপূর্ণ তিন শরিকের সঙ্গে আজ দেখা করবেন মমতা বন্দোপাধ্যায়। তবে মুম্বইয়ে এই সাক্ষাৎ নিছক সৌজন্য নয় বলেই দাবি রাজনৈতিক মহলের। সংসদ অধিবেশনের আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ১২ অগাস্ট পর্যন্ত চলবে। ২৩ জুলাই লোকসভায় বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেট অধিবেশনেও জনবিরোধী নীতি নিয়ে কীভাবে মোদি সরকারের উপর চাপ তৈরি করা যায়, বৈঠকে তার কৌশল নিয়েই আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বই পৌঁছে গিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। সন্ধ্যায় শিল্পপতি মুকেশ আম্বানির সাথে দেখা হয়েছে মুখ্যমন্ত্রীর। আজ মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দোপাধ্যায়। তার আগে শুক্রবার বিকেল থেকে উদ্ধ্বব ঠাকরে, শারদ পাওয়ার ও অখিলেশ যাদবের সাথে তার বৈঠকের সূচী রয়েছে। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে এসে দেখা করে গিয়েছেন উদ্ধব ঠাকরে আদিত্য ঠাকরের সঙ্গে।

বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনন্ত ও রাধিকার বিয়েতে মুকেশজি এবং নীতাজি আমাকে নিমন্ত্রণ করেছেন। ওরা বেশ কয়েকবার আমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। সে কারণেই অনুরোধ ফেলতে না পেরে আমি বিয়েতে যোগ দিতে মুম্বই যাচ্ছি। মমতা আরও বলেন, লোকসভা ভোটের পর থেকে তাঁর সঙ্গে আমার দেখা হয়নি, রাজনৈতিক বিষয়ে আমাদের কথা হবে। উদ্ধব ঠাকরে ছাড়াও আমি শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গেও কথা বলব। শুনেছি অখিলেশ যাদবও বিয়ের আমন্ত্রণ পেয়ে আসছেন। তাঁর সঙ্গেও কথা হতে পারে, এখন দেখতে হবে অখিলেশ কখন মুম্বই এসে পৌঁছচ্ছেন তার উপর।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ‘অভব্য’ আচরণ বিক্ষোভকারীদের! নিন্দা তৃণমূলের

আদালত বলেছিল, শিক্ষকরা শিক্ষকদের মতো আচরণ করুন। তার পরেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বাড়ির সামনে অভব্য আচরণ...

চায়ের দোকানে বসেই কোটিপতি! অনলাইন গেমে ৪ কোটি টাকা জিতলেন বাগদার আনন্দ

ভাগ্যের চাকা ঠিক কখন ঘুরে যায়, কেউ জানে না! এমনই অভাবনীয় এক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার...

ভারতীয় নৌসেনার পাঁচ যুদ্ধজাহাজ নির্মাণের বরাত পেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স

দেশীয় জাহাজ নির্মাণ শিল্পে বড় সাফল্য পেল কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসি)। ভারতীয় নৌসেনার জন্য প্রায়...

পিটিয়ে চামড়া ছাড়িয়ে নৃশংস হত্যা! অসমে উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ

অসমের কাজিরাঙ্গার গোলাঘাট এলাকা থেকে উদ্ধার হল এক নৃশংসভাবে খুন হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ। বাঘটির চারটি পা...