Tuesday, August 26, 2025

খেলা শুরু হয়ে গিয়েছে, মোদি সরকার টিকবে না: উদ্ধবকে পাশে বসিয়ে বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

২২ তারিখ থেকে সংসদে শুরু বাজেট অধিবেশন। তার আগে শুক্রবার বিকেল ৪টে নাগাদ মুম্বইয়ের ঠাকরেদের বাসভবন ‘মাতোশ্রী’তে গিয়ে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একান্ত বৈঠকের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সভানেত্রী জানান, কেন্দ্রের মোদি সরকার টিকবে না। খেলা কি তবে হবে? মমতার সহাস্য জবাব, খেলা শুরু হয়ে গিয়েছে।

মুকেশ আম্বানি ছোটপুত্রের বিয়ে উপলক্ষে মুম্বইতে (Mumbai) হাজির রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর তার মধ্যেই রাজনৈতিক বৈঠক করছেন তিনি। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে সংসদের বাজেট অধিবেশন। তার আগে বিরোধীদের রণকৌশল স্থির করতে মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় বৈঠক করেন। এদিন প্রথমে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন উদ্ধবের ছেলে আদিত্যও। সেখান থেকে যান এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়ি। সেখানে তাঁর সঙ্গে বৈঠক করেন তৃণমূল সভানেত্রী। তার প্রথমটি উদ্ধবের (Uddhav Thackeray) সঙ্গে বৈঠক। পরে শরদ পাওয়ার। কেন্দ্রের সরকার যে দীর্ঘস্থায়ী হবে না, প্রথম দিন থেকে সেই ভবিষ্যদ্বাণী করেন তৃণমূল সুপ্রিমো। মুম্বইয়ে উদ্ধব ঠাকরেকে পাশে নিয়ে ফের সেকথাই বললেন তিনি। তাঁর কথায়, এই মুহূর্তে বিরোধী জোট খুবই শক্তিশালী। সরকারকে পদে পদে চাপে ফেলতে প্রস্তুত বিরোধীরা। মমতার প্রশ্ন, কীভাবে টিকবে সরকার? এই প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, “দিদি, খেলা হবে?” উত্তরে তৃণমূল সুপ্রিমোর সহাস্য জবাব, খেলা শুরু হয়ে গিয়েছে।

তবে মমতার ফের স্পষ্ট করে দেন, “লোকসভা ভোটে বাংলায় ইন্ডিয়ার কোনও জোট হয়নি। ওখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে কাজ করে। আমরা তো সিপিএমকে হারিয়েই ক্ষমতায় এসেছি। তাই ওদের হাত ধরে চলব না। তবে দিল্লিতে কংগ্রেস-সহ সকলে আমরা একসঙ্গে আছি। আর আমরা যথেষ্ট শক্তিশালী।” সংসদের অধিবেশন নিয়ে দলনেত্রী জানান, “আমাদের তৃণমূলের নীতি একটাই, সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো। আর সংসদের বিষয়ে ইন্ডিয়ার কমিটি রয়েছে। বাজেটের বিষয়ে কমিটির নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন।”

তবে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের বলেন, “এটা আমাদের পারিবারিক বৈঠক ছিল। এখানে রাজনীতির কথা বেশি হয়নি।”






Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version